ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতির ইন্তেকাল দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৬:৪০ অপরাহ্ণ, আগস্ট ২২, ২০২০ তাপস কর,ময়মনসিংহ প্রতিনিধি : ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি আতাউল করিম দুলু (৫৫) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি…রাজিউন)। আজ শনিবার (২২ আগস্ট) সকাল ৭টার সময় শারীরিক অসুস্থতায় পৌর সদরের থানা রোডে অবস্থিত নিজ বাসায় তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি দুই ভাই ও দুই বোনসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। মরহুমের প্রথম জানাযা বাদ জোহর ঈশ্বরগঞ্জ পৌর বড় জামে মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। বাদ আছর মরহুমের গ্রামের বাড়ি চরশংকরে দ্বিতীয় জানাযা শেষে বাবা ও মায়ের কবরের পাশে তাকে সমাধিস্থ করা হয়। তাঁর মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন, স্থানীয় সংসদ সদস্য ফখরুল ঈমাম, সাবেক এমপি আব্দুস ছাত্তার, উপজেলা চেয়ারম্যান মাহমুদ হাসান সুমন, পৌর মেয়র আব্দুস ছাত্তার, সাবেক মেয়র হাবিবুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাকির হোসেন, সহকারী কমিশনার (ভূমি) সাঈদা পারভীন, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি রফিকুল ইসলাম বুলবুল, উপজেলা বিএনপির সভাপতি লুৎফুল্লাহেল মাজেদ বাবুসহ বিভিন্ন রাজনৈতিক দল ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। এছাড়া গভীর শোক জানিয়েছেন ময়মনসিংহ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক অমিত রায়, নিউজ চ্যানেল জার্নালিষ্ট অ্যাসোসিয়েশনের সভাপতি হারুনুর রশিদ, সাধারণ সম্পাদক হোসাইন সাহিদ, ইউথ জার্নালিষ্ট ফোরাম বাংলাদেশ ময়মনসিংহ শাখার সভাপতি রাকিবুল হাসান রুবেল, সাধারণ সম্পাদক মঈন উদ্দিন রায়হান, ঈশ্বরগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি আবুল কালাম আজাদ ও সাধারণ সম্পাদক আতাউর রহমান, নান্দাইল ডিজিটাল প্রেসক্লাবের সভাপতি মোঃ ফজলুল হক ভূঁইয়া ও সাধারণ সম্পাদক শাহ্ আলম ভূঁইয়া সহ সাংবাদিকবৃন্দ। অন্যদিকে, গৌরীপুর, ত্রিশাল, ভালুকা, গফরগাঁও, মুক্তাগাছা, ফুলপুর, হালুৃয়াঘাট, ধোবাউড়া, ফুলবাড়িয়া, তারাকান্দা, কেন্দুয়া, মদনসহ বিভিন্ন প্রেসক্লাব ও বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক জানিয়ে শোকসন্তপ্ত পরিবারের সমবেদনা জানান। সকলেই মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন। Share this:FacebookX Related posts: ধোবাউড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের মৃত্যু গৌরীপুর প্রেসক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হালুয়াঘাট প্রেসক্লাবের কার্যনির্বাহী পরিষদের কমিটি গঠন হালুয়াঘাট প্রেসক্লাবের নব-গঠিত কমিটির পক্ষ থেকে সাংসদ জুয়েল আরেং কে ফুলেল শুভেচ্ছা ঈশ্বরগঞ্জে মুজিবর্ষে পুলিশি সেবা কার্যক্রমের উদ্বোধন জনপ্রিয় অনলাইন পত্রিকা “দৈনিক সময় সংবাদ”র জন্য সংবাদকর্মী আবশ্যক ধোবাউড়ায় ঘুষের প্রতিবাদ করায় সাংবাদিকের বিরুদ্ধে মামলার হুমকি ঈশ্বরগঞ্জ বসন্ত বরণ উপলক্ষ্যে আনন্দ র্যালি ময়মনসিংহের কালা মানিকের দাম ২০ লাখ টাকা হালুয়াঘাটে এশিয়ান টিভির ৮ম বর্ষপূর্তি পালন হালুয়াঘাট প্রেসক্লাবের নব-গঠিত কমিটির পক্ষ থেকে সাংসদ জুয়েল আরেং কে ফুলেল শুভেচ্ছা ময়মনসিংহের ত্রিশালে আওয়ামীলীগের প্রার্থীকে বিজয়ী করতে বর্ধিত সভা SHARES Matched Content দেশের খবর বিষয়: ইন্তেকালঈশ্বরগঞ্জপ্রেসক্লাবেরময়মনসিংহেরসাবেক সভাপতির