সাংবা‌দিক নির্যাত‌নের প্র‌তিবা‌দে শেরপু‌রে মানববন্ধন

প্রকাশিত: ১:০১ পূর্বাহ্ণ, মার্চ ১৭, ২০২০

অনলাইন ডেস্ক : বাংলা ট্রি‌বিউন ও ঢাকা ট্রি‌বিউন’র কু‌ড়িগ্রা‌ম জেলা প্র‌তি‌নি‌ধি আ‌রিফুল ইসলাম রিগ্যানসহ সারা‌দেশে সাংবা‌দিক নির্যাত‌নের প্র‌তিবা‌দে ও সুষ্ঠু বিচা‌রের দা‌বি‌তে শেরপু‌রে মানববন্ধন অনু‌ষ্ঠিত হ‌য়ে‌ছে। শেরপুর প্রেসক্লাবের আ‌য়োজ‌নে আজ দুপু‌রে জেলা প্রশাস‌কের কার্যাল‌য়ের সাম‌নে ঘন্ট্যাবাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এ‌তে বক্তব্য রা‌খেন ক্লাবের সভাপ‌তি শ‌রিফুর রহমান, সাধারণ সম্পাদক মেরাজ উ‌দ্দিন, ক্লা‌বের প্র‌তিষ্ঠাতা সভাপ‌তি এড. জা‌কির হো‌সেন, সা‌বেক সভাপ‌তি র‌ফিকুল ইসলাম আধার, সাধারণ সম্পাদক কাকন রেজাসহ অ‌নে‌কেই।

বক্তারা সারা‌দেশে সাংবা‌দিক নির্যাতন ব‌ন্ধে সরকারের দৃ‌ষ্টি আর্কষণ ক‌রেন। এছাড়া সম্প্র‌তি সম‌য়ে কুড়িগ্রা‌মে ডি‌সির সা‌থে সাংবা‌দিক রিগ্যা‌নের উপর যে অমান‌বিক নির্যাতন হ‌য়ে‌ছে, তা উধ্বর্তন কর্মকর্তা দ্রুত সম‌য়ের ম‌ধ্যে তদন্ত ক‌রে ব্যবস্থা নি‌বেন এই দাবী জানান।