হালুয়াঘাটে পাওনা টাকা নিয়ে ঝগড়া; অতঃপর যুবক খুন

প্রকাশিত: ৭:১৯ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৬, ২০২০

জোটন চন্দ্র ঘোষ,হালুয়াঘাট : ময়মনসিংহের হালুয়াঘাটে পাওনা টাকা নিয়ে ঝগড়া বিবাদের পর খুন হলেন হেলাল উদ্দিন (৩৫) নামে এক যুবক। গতকাল (২৫ ফেব্রুয়ারি) মঙ্গলবার রাত ৯ টার দিকে উপজেলার জুগলী ইউনিয়নের সংড়া গ্রামে এ হত্যাকান্ডের ঘটনাটি ঘটে। নিহত যুবক সংড়া গ্রামের মৃত মাঈন উদ্দিন ব্যাপারীর পুত্র।

এ ঘটনায় নিহতের ছোট বিল্লাল হোসেন বাদী হয়ে ঘোষবেড় গ্রামের মৃত জয়েন উদ্দিনের পুত্র সুরুজ আলী (৪৮), তার স্ত্রী কাজলী বেগম (৪৩), পুত্র কামাল (২১) ও একই গ্রামের মৃত আঃ খালেকের পুত্র আঃ করিম (৩৮) এবং আঃ রহিম (৩৫) এর বিরুদ্ধে হালুয়াঘাট থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

অভিযোগে প্রকাশ, নিহত যুবক স্থানীয় রমজান আলী নামক এক ব্যক্তির ড্রেজারে বালু শ্রমিক হিসেবে কাজ করতেন। তার উর্পাজিত অর্থ কাজলী বেগমের কাছে গচ্ছিত রাখতেন। এ নিয়ে নিহত যুবকের সাথে কাজলী বেগমের অবৈধ সর্ম্পক আছে বলে সন্দেহ করিয়া স্ত্রী নিলুফা বেগমের সাথে ঝগড়া-বিবাদের সৃষ্টি হয়। প্রায় ২বৎসর পূর্বে স্ত্রী নিলুফা বেগম ২ সন্তান নিয়ে কিশোরগঞ্জে পিত্রালয়ে চলে যায়। পরবর্তীতে হেলাল উদ্দীনের গচ্ছিত অর্থ কাজলী বেগমের নিকট চাইতে গেলে তাদের মাঝে মনোমালিন্যসহ ঝগড়ার সৃষ্টি হয়। ঘটনার দিন (২৫ ফেব্রুয়ারী) সন্ধ্যায় কাজলী বেগমের স্বামী সুরুজ আলী মোবাইল ফোনে তার নিজ বাড়ী যাওয়ার জন্য প্রস্তাব করেন। পরে ঘোষবেড় এলাকার জৈনক আঃ সালামের বাড়ির পূর্ব পাশের আবাদী বোরক্ষেতে নিহত যুবকের লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা ছোট ভাই বিল্লাল হোসেন কে খবর দেয়। পরবর্তীতে স্থানীয়রা হেলাল উদ্দিন কে উদ্ধার করে নিকটস্থ জয়রামকুড়া হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিপ্লব কুমার বিশ্বাস বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ প্রেরণ করে নিহত যুবকের লাশ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে হেলাল উদ্দিনকে শ্বাসরোধ করে হত্যা হয়েছে। এ বিষয়ে অত্র থানায় একটি হত্যা মামলা রুজু করা হয়। অভিযুক্তদের আটক করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে জানান।