হালুয়াঘাটে শাহ্জালাল ইসলামী ব্যাংকের উদ্যোগে কম্বল বিতরণ

প্রকাশিত: ১:২১ অপরাহ্ণ, জানুয়ারি ১৬, ২০২১
হালুয়াঘাটে শাহ্জালাল ইসলামী ব্যাংকের উদ্যোগে কম্বল বিতরণ

জোটন চন্দ্র ঘোষ, হালুয়াঘাট : ময়মনসিংহের হালুয়াঘাটে শাহ্জালাল ইসলামী ব্যাংকের উদ্যোগে শনিবার (১৬ জানুয়ারি) দুপুরে পৌর শহরের উত্তর বাজারস্থ শাহ্জালাল ইসলামী ব্যাংক চত্বরে উপজেলার প্রায় তিন শতাধিক অসহায় হতদরিদ্র ব্যক্তিদের মাঝে শীত বস্ত্র (কম্বল) বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি হালুয়াঘাট পৌরসভার মেয়র খায়রুল আলম ভূঞা।

এ সময় উপস্থিত ছিলেন, হালুয়াঘাটের বিশিষ্ঠ ব্যবসায়ী আলহাজ্ব উসমান আলী, মোহাম্মদ আলী, উপজেলা যুবলীগের আহবায়ক মোঃ নাজিম উদ্দিন, ব্যাংকের শাখা ব্যবস্থাপক মোঃ হাবীবুর রহমান প্রমূখ। অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন ডেপুটি ম্যানেজার মোঃ মাহমুদুল আফরোজ। এ ছাড়াও প্রতিষ্ঠনটির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা/কর্মচারীসহ সুবিধাভোগী ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।