হালুয়াঘাটে কৃষকের ধান কাটলেন স্কাউট সদস্যরা

প্রকাশিত: ২:০৪ অপরাহ্ণ, মে ৮, ২০২০

জোটন চন্দ্র ঘোষ,হালুয়াঘাট : ময়মনসিংহের হালুয়াঘাটে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর এর মহাপরিচালকের নির্দেশে ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ রেজাউল করিম এর পরামর্শে স্কাউট সদস্যরা দরিদ্র কৃষকের ধান কেটে দিয়েছেন।

জানা যায়, উপজেলার কুতিকুড়া করুয়াপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবু সালেক ইব্রাহিমের নেতৃত্বে ২০ জন স্কাউট সদস্য ও প্রতিষ্ঠানটির ৬ জন শিক্ষক করোনা ভাইরাস প্রতিরোধে সামাজিক দূরত্ব বজায় রেখে ও স্বাস্থ্য বিধি মেনে গতকাল বৃহস্পতিবার উপজেলার ধারা ইউনিয়নের করুয়াপাড়া গ্রামের দরিদ্র কৃষক আসাদুল ইসলামের ২৫ শতাংশ জমির ধান কর্তন করে বাড়ি পৌঁচ্ছে দেন। কৃষক আসাদুল ইসলাম বলেন, এই দূর্যোগ মুহুর্তে শিক্ষক ও স্কাউট সদস্যসহ ২৬ জন ব্যক্তি খুব অল্প সময়ের মধ্যে বিনা পারিশ্রমিকে তার পাকা ধান কেটে দিয়েছেন। তিনি সকলের নিকট কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এ সময় উপজেলা একাডেমিক সুপারভাইজার মোঃ সাইফুল ইসলাম উপস্থিত থেকে স্কাউট সদস্যদের উৎসাহ প্রদান করেন। স্থানীয়রা দরিদ্র কৃষকের পাশে থেকে এই মহৎ কাজের জন্য সংশ্লিষ্ট সকলের প্রশংসা করেন।