হালুয়াঘাটে মেডিক্যাল এ্যাসিসটেন্টকে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা

প্রকাশিত: ৭:৪৪ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৫, ২০২০
হালুয়াঘাটে মেডিক্যাল এ্যাসিসটেন্টকে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা

সাইদুর রহমান রাজু, হালুয়াঘাট : ময়মনসিংহের হালুয়াঘাটে নামের আগে ডাঃ পদবী ব্যবহার করায় এক মেডিক্যাল এ্যাসিসটেন্টকে ত্রিশ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (১৫ ফেব্র“য়ারী) দুপুরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ রেজাউল করিম এ জরিমানা আদেশ প্রদান করেন।

উপজেলা প্রশাসনের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়, উপজেলার টানা ব্রীজ এলাকায় সঞ্জয় নামক একজন মেডিক্যাল এ্যাসিসটেন্ট তার নামের পূর্বে ডাঃ পদবী ব্যবহার করা ও প্রাথমিক চক্ষু চিকিৎসা কেন্দ্রে নিজেকে ডাক্তার পরিচয়ে রোগী দেখা এবং ব্যবস্থাপত্র প্রদান করায় তার বিরুদ্ধে বাংলাদেশ মেডিক্যাল এন্ড ডেন্টাল কাউন্সিল আইন ২০১০ এর ২৯(১) ধারায় এ অর্থদন্ড প্রদান করা হয়। পরে ওই মেডিকেল মেডিক্যাল এ্যাসিসটেন্ট ভবিষ্যতে এ ধরনের কোন কাজ উনি করবেন না এই মর্মে একটি মুচলেকা নেওয়া হয়।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ রেজাউল করিম বলেন, অভিযোগের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। যারা এ ধরণের কাজটি করে আসছেন তাদের বিরুদ্ধে এ অভিযান অব্যাহত থাকবে।