হালুয়াঘাটে প্রান্তিক জনগোষ্টির জীবনমান উন্নয়নে ২৭ লক্ষ টাকা বিতরণ

প্রকাশিত: ৬:০৭ অপরাহ্ণ, মে ১২, ২০২০

জোটন চন্দ্র ঘোষ, হালুয়াঘাট : ময়মনসিংহের হালুয়াঘাটে সমাজকল্যাণ মন্ত্রনালয়ের সমাজসেবা অধিদপ্তরাধীন প্রান্তিক জনগোষ্টির জীবনমান উন্নয়ন শীর্ষক প্রকল্পের আওতায় সফটস্ স্কিলস প্রশিক্ষণার্থীদের মাঝে উপজেলা প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তরের উদ্যেগে মঙ্গলবার (১২ মে) দুপুরে পৌরশহরের কোর্ট ভবন চত্বরে সেলুন,কামার,কুমার,মুচি, বাঁশ ও বেত শিল্প পেশার প্রান্তিক জনগোষ্টির জীবনমান উন্নয়নে ১৫০ জন ব্যক্তিকে সরকার কর্তৃক বরাদ্দকৃত এককালীন জনপ্রতি ১৮ হাজার টাকা অনুদান তুলেদেন ময়মনসিংহ-১ আসনের সাংসদ জুয়েল আরেং।

এ সময় উপস্থিত ছিলেন, এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ রেজাউল করিম, পৌর মেয়র খায়রুল আলম ভূঞা, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আলাল উদ্দিন, উপজেলা কৃষি কর্মকর্তা মাসুদুর রহমান, উপজেলা সমাজসেবা অফিসার আব্দুর রহমান, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আলী মাহমুদ প্রমূখ।