হালুয়াঘাটে চাঁদা আদায়ের অভিযোগে পৌর কাউন্সিলরসহ আটক-২

প্রকাশিত: ৩:২৮ অপরাহ্ণ, মে ১১, ২০২০
হালুয়াঘাটে চাঁদা আদায়ের অভিযোগে পৌর কাউন্সিলরসহ আটক-২

জোটন চন্দ্র ঘোষ,হালুয়াঘাট : ময়মনসিংহের হালুয়াঘাটে চাঁদা আদায়ের অভিযোগে পৌর কাউন্সিলরসহ ২ জনকে আটক করেছেন হালুয়াঘাট থানা পুলিশ। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে হালুয়াঘাট থানায় ৪ জনের নামে মামলা দায়ের করেন।

মামলার বিবরণ ও পুলিশ সূত্রে জানা যায়, হালুয়াঘাট থানার উপ-পুলিশ পরির্দশক এসএম খালিদ,জ্যেতিষ চন্দ্র দেব সঙ্গীয় ফোর্স নিয়ে গতকাল রবিবার (১০ মে) সন্ধায় পৌর শহরের সাব-রেজিষ্ট্রি অফিসের সামনে হালুয়াঘাট-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের উপর পণ্যবাহী গাড়ী থেকে ভয়ভীতির মাধ্যমে চাঁদা আদায় করার সময় দক্ষিণ মনিকুড়া গ্রামের মৃত তমির উদ্দিনের পুত্র হালুয়াঘাট পৌরসভার কাউন্সিলর মোঃ শামছুদ্দিন (৫২) ও আকনপাড়া গ্রামের আব্দুল হাশিম এর পুত্র মোঃ হালিম (৪৫) কে আটক করেন।

এ বিষয়ে হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আলী মাহমুদ সাংবাদিকদের বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আঞ্চলিক মহাসড়কের উপর পণ্যবাহী গাড়ী থেকে ভয়ভীতির মাধ্যমে প্রতি গাড়ী থেকে ২ থেকে ৩ হাজার টাকা করে চাঁদা আদায় করার সময় পৌরকাউন্সিলরসহ দুইজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় অত্র থানায় ৪ জনের নামে মামলা রুজু করেছেন। আটককৃত ব্যক্তিদের আদালতে প্রেরণ করেছেন,অন্যান্যদের আটকের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে জানান।