হালুয়াঘাটে কৃতি শিক্ষার্থীদের মাঝে ক্রেষ্ট ও ফলদ চারা বিতরণ

প্রকাশিত: ৮:১৯ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৫, ২০২০

সাইদুর রহমান রাজু, হালুয়াঘাট (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের হালুয়াঘাটে কৃতি শিক্ষার্থীদের মাঝে ক্রেষ্ট ও ফলদ চারা বিতরণ এবং জুয়া, মাদক ও বাল্য বিবাহ মুক্ত করার লক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৫ ফেব্র“য়ারী) দুপুরে উপজেলার ধুরাইল ইউনিয়ন পরিষদের উদ্যোগে (এলজিএসপি’র অর্থায়নে) পরিষদ প্রাঙ্গণে ২৭ টি শিক্ষা প্রতিষ্ঠানের ১ শত কৃতি শিক্ষার্থীদের মাঝে আনুষ্ঠানিকভাবে ক্রেষ্ট ও ফলদ চারা বিতরণ ও আলোচনা সভার আয়োজন করা হয়।

উপজেলার ধুরাইল ইউপি চেয়ারম্যান মোঃ ওয়ারিছ উদ্দিন সুমনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ রেজাউল করিম।

এ সময় উপস্থিত ছিলেন ডিস্ট্রিক ফ্যাসিলিলেটর (স্থানীয় সরকার শাখা) মোঃ আজিজুর রহমান, একাডেমিক সুপারভাইজার ছিলেন মোঃ সাইফুল ইসলাম, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আবু আব সিদ্দিক, সাধারণ সম্পাদক ছায়েদুর সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থী। অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন ইউপি সচিব মোঃ আমিনুল ইসলাম।

আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, পৃথিবীতে কেউ অসাধারণ হয়ে জন্মায় না। প্রত্যেকেই নিজস্ব কর্মগুণে অসাধারণ হয়। আর মেধাবী শিক্ষার্থীরাই এই অসাধারণ কৃতিত্বের স্বাক্ষর রাখতে পারে। বিশ্বায়নের এই যুগে একমাত্র মেধাবী শিক্ষার্থীরাই আগামীর বিশ্ব নির্মাণ করবে, এতে কোনো সন্দেহ নাই। সুতরাং শিক্ষার প্রসারে মেধার লালনে সকলকে এগিয়ে আসতে হবে। আজকের এই অনুষ্ঠান তারই একটি প্রয়াস।