হালুয়াঘাটে ১০ কোটি টাকা ব্যয়ে নির্মিত সেতু’র উদ্বোধন

প্রকাশিত: ৪:৪৬ অপরাহ্ণ, মার্চ ১০, ২০২০
হালুয়াঘাটে ১০ কোটি টাকা ব্যয়ে নির্মিত সেতেুর উদ্বোধন

জোটন চন্দ্র ঘোষ,হালুয়াঘাট : হালুয়াঘাট-ধোবাউড়াবাসীদের ব্যবসা বাণিজ্যে নব-দিগন্তের সূচনা সৃষ্টির পাশাপাশি যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন সাধিত হয়েছে।

জানা যায়, প্রায় ১০ কোটি টাকা ব্যায়ে উপজেলার বিলডোরা ইউনিয়নের শেষ প্রান্তে হালুয়াঘাট-ধোবাউড়ার সংযোগ স্থাপনায় নর্দান বাংলাদেশ ইন্টিগ্রেডেড ডেভেলপমেন্ট (নবিদেপ) এর অর্থায়ন ও প্রকল্পের আওতায় প্রায় ৯ কোটি ২৯ লক্ষ টাকা ব্যায়ে নির্মিত ফোটকাই নদীর ওপর ৫১০ ফুট দৈর্ঘ্য গার্ডার ব্রীজ উদ্বোধন করায় এ সাফল্যের দোয়ার উন্মচিত হয়।

গতকাল মঙ্গলবার (১০ মার্চ) দুপুরে হালুয়াঘাট -ধোবাউড়া থেকে নির্বাচিত সাংসদ, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য এবং দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য জুয়েল আরেং উক্ত ব্রীজের উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন, হালুয়াঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান মাহমুদুল হক সায়েম, ধোবাউড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ডেভিট রানা চিসিম, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) ময়মনসিংহ এর নির্বাহী প্রকৌশলী নূর হোসেন ভূঞা, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুর রশিদ, উপজেলা প্রকৌশলী শান্তনু ঘোষ, বিলডোরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন প্রমূখ। অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন, আওয়ামীলীগ নেতা ও সাবেক চেয়ারম্যান হাবীবুর রহমান (হাবীব)।

দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম

হালুয়াঘাটে সেতেুর উদ্বোধন করেন জুয়েল আরেং এমপি।


উল্লেখ যে,ঠিকাদারী প্রতিষ্ঠান মোমিনুল হক এন্ড বাসেত প্রকৌশলী (জেভি) এর মাধ্যমে ও স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) হালুয়াঘাট এর বাস্তবায়নে আরএন্ডএইচ (নাগলা)-গোয়াতলা জিসি ভায়া শাকুয়াই সড়কের ১৬.৬৮০ কি.মি. চেইনেজ ১৬৫.২০ মি.দৈর্ঘ্য পিসি গার্ডার ব্রীজ নির্মাণ হওয়ায় যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন সাধিত হয়।

ব্রীজটির কারণে উভয় উপজেলার ব্যবসা বাণিজ্যের প্রসার ঘটবে, চাকরীজীবি,কৃষক,ছাত্র/ছাত্রীসহ সর্বসাধারণ দূর্ভোগ থেকে পরিত্রাণ পাবেন। স্বল্প সময়ে কৃষকদের উৎপাদিত পণ্য সহজেই বাজারজাত করতে পারবেন বলে স্থানীয়রা জানান।