হালুয়াঘাটে ২০ দিনব্যাপী ‘উশু’ প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন

প্রকাশিত: ৮:১০ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৪, ২০২০
হালুয়াঘাটে ২০ দিনব্যাপী ‘উশু’ প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন

জোটন চন্দ্র ঘোষ,হালুয়াঘাট : ময়মনসিংহের হালুয়াঘাটে তৃণমুল পর্যায়ে ২০ দিনব্যাপী আদিবাসী উশু খেলোয়াড় তৈরির লক্ষ্যে প্রতিভা অন্বেষণ কার্যক্রম শুরু করেছে বাংলাদেশ উশু ফেডারেশন।

এ উপলেক্ষ ২৪ ফেব্র“য়ারী সোমবার উপজেলার সেন্ট এনডুজ উচ্চ বিদ্যালয় মাঠে বাংলাদেশ উশু ফেডারেশন এর পৃষ্ঠপোষকতায় এবং উপজেলা ক্রীড়া সংস্থা এর সার্বিক সহযোগিতায় তৃণমূল পর্যায়ে আদিবাসী উশু খেলোয়াড় তৈরির লক্ষ্যে প্রশিক্ষণ কর্মসূচি উদ্বোধন করা হয়।

এই প্রশিক্ষণ কর্মসূচির শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ রেজাউল করিম। এ প্রশিক্ষণ কর্মসূচি ২৪ ফেব্র“য়ারী থেকে ১৪ মার্চ পর্যন্ত চলবে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আব্দুর রশিদ, সহকারী কমিশনার (ভূমি) তানভীর আহমেদ, একাডেমিক সুপারভাইজার মোঃ সাইফুল ইসলাম, উশু ফেডারেশনের সাধারণ সম্পাদক দুলাল হোসেন ও প্রশিক্ষক রেজাউল করিম সুমন সহ আরো অনেকে।

দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম
এ সময় একশ আদিবাসী শিক্ষার্থীর অংশগ্রহণে প্রশিক্ষণ কর্মসূচিতে টি শার্ট হ্যান্ড গ্লাভস সহ বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়।
উদ্বোধনকালে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ রেজাউল করিম বলেন, এই প্রশিক্ষণ কর্মসূচিতে যারা সফলতার সাথে উত্তীর্ণ হতে পারবে তাদেরকে পরবর্তীতে জেলা ক্রীড়ার সংস্থার আওতায় আরো ৬ মাসের প্রশিক্ষণের সুযোগ দেওয়া হবে এবং সার্টিফিকেট প্রদান করা হবে।