হালুয়াঘাটে মানসিক ভারসাম্যহীন যুবকের লাশ উদ্ধার দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৬:৪৬ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৪, ২০২০ জোটন চন্দ্র ঘোষ,হালুয়াঘাট : ময়মনসিংহের হালুয়াঘাটে মানসিক ভারসাম্যহীন লিটন (২৯) নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। সোমবার সকালে উপজেলার আমতৈল ইউনিয়নের ঠেঙ্গাবর এলাকার নিজ বসত ঘর থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত যুবক ওই গ্রামের রিয়াজ উদ্দিনের ছেলে। তিনি গত দুই বৎসর ধরে মানসিক ভারসাম্যহীন ছিলেন বলে জানিয়েছে নিহতের পরিবার। স্ত্রী সহ তার এক ছেলে ও এক কন্যা সন্তান রয়েছে। সে দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীন থাকায় আজ সকালে তাকে পাবনা মানসিক জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়ার কথা ছিল। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাতের কোন সময় পরিবারের লোকজনের অগোচরে ঘরের একটি কক্ষের দর্নার সঙ্গে গলায় বিছানার চাঁদর পেঁচিয়ে ফাঁস দেয় লিটন মিয়া। পরে আজ সকালে তাকে ডাক দিতে গিয়ে ঝুলন্ত অবস্থায় তাকে দেখতে পায় পরিবারের লোকজন। এ ঘটনার সংবাদ খবর পেয়ে হালুয়াঘাট থানার উপ-পুলিশ পরির্দশক মাহমুদুল হাসান ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার ও সুরতহাল রিপোর্ট প্রস্তুত করেন । এ বিষয়ে হালুয়াঘাট থানার অফিসার ইনচার্জ বিপ্লব কুমার বিশ্বাস বলেন, খবর পেয়ে থানা পুলিশ লাশটি উদ্ধার করেছেন। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। Share this:FacebookX Related posts: হালুয়াঘাটে কণকণে শীত উপেক্ষা করে বোর আবাদের ধুম হালুয়াঘাটে মেডিক্যাল এ্যাসিসটেন্টকে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা হালুয়াঘাটে পুলিশ কর্মকর্তা কর্তৃক শহীদ পরিবারে সদস্যকে মারধরের অভিযোগ হালুয়াঘাটে ১০ কোটি টাকা ব্যয়ে নির্মিত সেতু’র উদ্বোধন হালুয়াঘাটে মাদক-জঙ্গি-শিশু নির্যাতন প্রতিরোধে আলোচনা হালুয়াঘাটে গণপরিবহন ঠেঁকাতে বসানো হচ্ছে অস্থায়ী চেক পোস্ট হালুয়াঘাটে প্রমোদ মানকিন স্মৃতি সংসদের উদ্যোগে ত্রাণ বিতরণ হালুয়াঘাটে কৃষকের ধান কাটলেন স্কাউট সদস্যরা হালুয়াঘাটে চাঁদা আদায়ের অভিযোগে পৌর কাউন্সিলরসহ আটক-২ হালুয়াঘাটে প্রান্তিক জনগোষ্টির জীবনমান উন্নয়নে ২৭ লক্ষ টাকা বিতরণ হালুয়াঘাটে বালু নেয়াকে কেন্দ্র করে ইউপি চেয়ারম্যানের হামলায় নিহত-১ হালুয়াঘাটে শাহ্জালাল ইসলামী ব্যাংকের উদ্যোগে কম্বল বিতরণ SHARES Matched Content দেশের খবর বিষয়: মানসিক ভারসাম্যহীনযুবকের লাশ উদ্ধারহালুয়াঘাটে