গৌরীপুরে ছুরিকাঘাতে নবম শ্রেনীর ছাত্র খুন দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ১:৪৭ অপরাহ্ণ, এপ্রিল ১৯, ২০২০ কমল সরকার’গৌরীপুর : ময়মনসিংহের গৌরীপুরে মোস্তাকীম বিল্লা (২০) নামে এক স্কুল ছাত্র ছুরিকাঘাতে বৃহস্পতিবার রাতে চিকিৎসাধীন অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে মারা যায়। নিহত স্কুল ছাত্র উপজেলার ভাংনামারী ইউনিয়নের ভোলার আলগী গ্রামের মোঃ মাহমুদুল হাসানের ছেলে। মামলা ও নিহতের পরিবার সূত্র জানায়, নিহত মোস্তাকীম বিল্লাহ’র সঙ্গে একই গ্রামের মৃত মুনসুর আলীর ছেলে মোঃ মোশাররফ হোসেন (২০) এর সঙ্গে মোবাইল চুরি করাকে কেন্দ্র করে বাক-বিতন্ডা হয়। এর জের ধরে (১৪এপ্রিল) মঙ্গলবার রাতে মসজিদে নামাজ পড়ে বাসার আসার পথে মোশারফ হোসেনের নেতৃত্বে মোস্তাকীমের ওপর হামলা চালানো হয়। এতে ছুরিকাঘাতে গুরুত্বর আহত হয় মোস্তাকীম বিল্লা (২০)। তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাতে মারা যায়। নিহত মোস্তাকীম আবু আক্তার খান একাডেমির নবম শ্রেণির ছাত্র। এ ঘটনায় মৃত আবুল মুনসুরের ছেলে মোঃ মোশারফ হোসেন (২০), মোঃ হোসেন আলীর ছেলে মোঃ মেহেদী হাসান রাব্বী (১৮) ও মোঃ হারুনুর রশিদ (৩৬) আসামী করে নিহতের বাবা বাদী হয়ে গৌরীপুর থানায় মামলা দায়ের করেন। গৌরীপুর থানার অফিসার ইনচার্জ মোঃ বোরহান উদ্দিন খান জানান, ছুরিকাঘাতের ঘটনায় বৃহস্পতিবার মামলা হয়েছিলো। মারা যাওয়ায় ওই মামলাটিকে হত্যা মামলায় রূপান্তর করা হবে। Share this:FacebookX Related posts: গৌরীপুরে এক মাসে সাজাপ্রাপ্ত-হত্যা ও মাদক মামলার ১৬৬ আসামী গ্রেফতার গৌরীপুরে ৯৯৯ এ ফোন করে নিজেই গ্রেফতার হলো কথিত জ্বিনের বাদশাহ গৌরীপুরে নাশকতার পরিকল্পনাকালে জামাতে ইসলামীর তিন নেতা গ্রেফতার গৌরীপুরে ৩ কেজি গাজা উদ্ধার: আটক-১ গৌরীপুরে পুলিশী অভিযানে বিভিন্ন মামলায় ১৭ জন গ্রেফতার গৌরীপুরে কালোবাজারে চাল বিক্রির অভিযোগে স্বপন মেম্বার গ্রেফতার গৌরীপুরে ২০ কেজি গাঁজা উদ্ধার, ২ মাদক ব্যবসায়ী আটক গৌরীপুরে স্বেচ্ছাসেবকলীগ নেতা শুভ্র হত্যা মামলার আসামী কার্জন গ্রেফতার গৌরীপুরে ঘুরাঘুরি ও দোকান খোলা রাখায় ৫জনকে জরিমানা গৌরীপুরে বিয়ের প্রলোভনে এক সন্তানের জননীকে ধর্ষণ: ধর্ষক গ্রেফতার গৌরীপুরে দরিদ্রদের বিনামূল্যে চিকিৎসাসেবা দিচ্ছেন ডা.আমান গৌরীপুরে মাছের আরত ও চাষীপর্যায়ে মৎস্য মেলার উদ্বোধন SHARES Matched Content অপরাধ বিষয়: গৌরীপুরেছাত্র খুনছুরিকাঘাতেনবম শ্রেনীর