ময়মনসিংহে ভুয়া প্রশ্নপত্র ফাঁসকারী প্রতারক চক্রের সদস্য আটক

প্রকাশিত: ১০:৩১ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৫, ২০২০

স্টাফ রিপোর্টার : ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানাধীন ভাটি দাপুনিয়া জমাদার বাড়ী এলাকার জনৈক মিঠুর বাড়ীর উত্তর পাশে রাস্তার উপর হতে এসএসসি পরীক্ষার ভূয়া প্রশ্নপত্র ফাঁস প্রতারক চক্রের ১ জনকে আটক করেছেন র‌্যাব-১৪।

ময়মনসিংহ র‌্যাব-১৪ কর্তৃক প্রেরিত প্রেস বিজ্ঞপ্তিতে সিনিয়র সহকারী পুলিশ সুপার ও লিগ্যাল এন্ড মিডিয়া অফিসার মোঃ তফিকুল আলম জানান, র‌্যাব-১৪, সিপিএসসি, আকুয়া বাইপাস, ময়মনসিংহ ক্যাম্প গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানাধীনভাটি দাপুনিয়া জমাদারবাড়ী এলাকার জনৈক মিঠুর বাড়ীর উত্তর পাশে রাস্তার উপর আসন্ন ২০২০ সালের এসএসসি পরীক্ষার ভূয়া প্রশ্নপত্র ফাঁস প্রতারক চক্রের কতিপয় লোক অবস্থান করতেছে।

উক্ত সংবাদের প্রেক্ষিতে গত ৪ ফেব্রুয়ারি ২০২০ইং তারিখে বেলা ১৩.৪৫ ঘটিকায় র‌্যাব-১৪ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে সহকারী পুলিশ সুপার সমীর সরকার, স্কোয়াড কমান্ডার, র‌্যাব-১৪ এর নেতৃত্বে ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানাধীন ভাটি দাপুনিয়া জমাদারবাড়ী এলাকার জনৈক মিঠুর বাড়ীর উত্তর পাশে রাস্তার উপর অভিযান পরিচালনা করে আসামী মোঃ রাতুল হোসেন (২০), পিতা-মোঃ লাল মিয়া, সাং-ভাটি দাপুনিয়া, থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহকে গ্রেপ্তার করে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, সে দীর্ঘ দিন যাবৎ ফেসবুক আইডির মাধ্যমে টাকার বিনিময়ে সামাজিক যোগাযোগ মাধ্যম, ফেসবুক মেসেঞ্জারের সাহায্যে আসন্ন ২০২০ সালের এসএসসি পরীক্ষার ভূয়া প্রশ্নপত্র ফাঁস করে প্রতারণা মূলক ভাবে অর্থ আদায় করে।

গ্রেফতারকৃত আসামীর হেফাজত হইতে ০১ (এক)টি কালোরংয়ের itel বাটন মোবাইল সেট, ফেসবুক বাসামাজিক যোগাযোগ আইডির নাম RTUL এবং অধরা আনমনা এর আইডি হতে স্ক্রিন শটপ্রিন্ট ৪১ (এক চল্লিশ) পাতাসহ উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত আসামী এবং উদ্ধারকৃত আলামতসহ ২০১৮ সালের ডিজিটাল নিরাপত্তা আইনের ২৩(২) মোতাবেক ময়মনসিংহ জেলার কোতোয়ালী মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।