গৌরীপুরে জমি দখল করে শামছুদ্দিনকে বাড়ি ছাড়া করলেন ইউপি সদস্য! দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৭:০৮ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৮, ২০২০ কমল সরকার,গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের গৌরীপুরে মোঃ শামছুদ্দিন (৬২) নামে এক নিরীহ ও অসহায় শ্রমিকের জোরপূর্বক দখলের পর তাকে বাড়ি ছাড়া করার অভিযোগ ওঠেছে স্থানীয় ইউপি সদস্য মতিউর রহমান ওরফে এন্টেশ মিয়ার (৫৫) বিরুদ্ধে। উপজেলার মাওহা ইউনিয়নের কুমরী গ্রামে এ জমি জবর দখলের ঘটনাটি ঘটেছে। কোন প্রকার দলিলাদি ছাড়াই গায়ের জোরে প্রায় ৭০ শতক জমি ভোগ দখল করছেন ওই প্রভাবশালী ইউপি সদস্য। এ ঘটনায় এলাকায় কয়েক দফায় দেন দরবার করেও শামছুদ্দিন তার জমি উদ্ধার করতে পারেননি। বর্তমানে ওই ইউপি সদস্যদের হুমকীর মুখে নিজ এলাকা ছেড়ে শ্বশুর বাড়ীতে আশ্রয় নিয়েছেন। মৃত কমির উদ্দিনের ছেলে ভুক্তভোগী শামছুদ্দিন জানান, মাওহা ইউনিয়নের কুমরী মৌজায় ১৪৩ নং খতিয়ানে ২৪৪ দাগে ৪০ শতক ও ২৬২ দাগে ৩২ শতক পৈত্রিক সম্পত্তি ইউপি। এ জমির সকল রেকর্ড ও কাগজপত্র তার বাবা মৃত কমির উদ্দিনের নামে। অথচ ইউপি মেম্বার মতিউর রহমান এন্টেশ মিয়া কোন দলিলাদি কাগজপত্র ছাড়াই এ জমি ভোগ দখল করে আসছেন। এ নিয়ে এলাকায় কয়েক দফা দেন দরবার হলেও কোন কাজ হয়নি। তিনি বলেন, জমি উদ্ধারের জন্য এলাকায় দেন দরবারের আয়োজন করায় এন্টেশ বাহিনী হাতে তিনি বেশ কয়েকবার হামলার শিকার হন। তাই হামলা ও হুমকীর ভয়ে তিনি বর্তমানে নেত্রকোণা জেলার হিরনপুর এলাকায় তার শ্বশুর বাড়িতে আশ্রয় নিয়েছেন। স্থানীয় কয়েকজন এ ঘটনার সত্যতা স্বীকার করে জানান, ইউপি সদস্য এন্টেশ মিয়া এলাকার একজন দাঙ্গাবাজ ও প্রভাবশালী ব্যক্তি। এলাকায় তার একটি নিজস্ব বাহিনী রয়েছে। শামছুদ্দিনের জমি দখলের ঘটনায় দেন দরবার হলেও দরবারের সিদ্ধান্ত তিনি মানেননি। গৌরীপুর থানা সূত্রে জানা যায়, মতিউর রহমান এন্টেশ মিয়ার নামে নাশকতার ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগ মামলা রয়েছে। এ বিষয়ে জানতে চাইলে মতিউর রহমান এন্টেশ জানান, উল্লেখিত জমি তিনি এলাকার জনৈক একাধিক ব্যক্তির কাছ থেকে দলিলমূলে ক্রয় করে ভোগ দখল করে আসছেন। তবে তিনি এসময় সাংবাদিকদের দখলকৃত জমির মালিকানা প্রমাণে কোন কাগজপত্র-দলিলাদি দেখাতে পারেননি। Share this:FacebookX Related posts: গৌরীপুরে অসহায়দের পাশে ছাত্রলীগ নেতা কামাল গৌরীপুরে ছুরিকাঘাতে নবম শ্রেনীর ছাত্র খুন গৌরীপুরে খতিব, ইমাম ও মুয়াজ্জিনসহ ১২০ জনকে সহায়তা প্রদান গৌরীপুরে ভ্রাম্যমান আদালতে জরিমানা আদায় গৌরীপুরে মাছের আরত ও চাষীপর্যায়ে মৎস্য মেলার উদ্বোধন গৌরীপুরে পৌরসভার উদ্যোগে ২য় পর্যায়ে শিশু খাদ্য বিতরণ গৌরীপুরে বিদ্যুতের কন্ট্রোল রুমে শ্রমিক অগ্নিদগ্ধ গৌরীপুরে ২৯৪ জনের মাঝে বিভিন্ন ভাতাবহি বিতরণ গৌরীপুরে খাদ্য সহায়তা পাবে ৬৩ হাজার পরিবার গৌরীপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উদযাপিত গৌরীপুরে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন গৌরীপুরে রাষ্ট্রপতি অ্যাওয়ার্ড পেলো ১০জন তরুণ-তরুণী SHARES Matched Content দেশের খবর বিষয়: ইউপি সদস্যগৌরীপুরেজমি দখল করেবাড়ি ছাড়া করলেনশামছুদ্দিনকে