গৌরীপুরে খাদ্য সহায়তা পাবে ৬৩ হাজার পরিবার

প্রকাশিত: ১০:৪৬ অপরাহ্ণ, জুলাই ২৩, ২০২০

কমল সরকার,গৌরীপুর ; আসন্ন ঈদুল আজহা উপলক্ষে গৌরীপুরে খাদ্য সহায়তা পাবে ৬৩ হাজার ৬৫ টি পরিবারের মাঝে ১০ কেজি করে খাদ্য সহায়তা প্রদান করবে।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকতা সোহেল রানা জানান, সরকারের দুর্যোগ ও ত্রাণ মন্ত্রনালয় থেকে উপজেলার ১০ টি ইউনিয়নে ও ১টি পৌরসভার জনসংখ্যা আনুপাতিক হারে বিভাজন করে উক্ত খাদ্য সহায়তা ভি জিএফ আকারে প্রদান করা হবে।

বিভাজন অনুযায়ী মইলাকান্দা ইউনিয়নের ৫ হাজার ৫ শত ৯৪ টি পরিবার, গৌরীপুর সদর ইউনিয়নে ৫ হাজার ২ শত ৭৯ টি পরিবার,অচিন্তপুর ইউনিয়নে ৫ হাজার ৬ শত ১৭ টি পরিবার, মাওহা ইউনিয়নে৫ হাজার ২শত ৮ টি পরিবার, সহনাটি ইউনিয়নে ৬ হাজার ১ শত৫৫ টি পরিবার, বোকাইনগর ইউনিয়নে ৬ হাজার ৩ শত ৬০টি পরিবার, রামগোপালপুর ইউনিয়নে ৭ হাজার ৩ শত ৭টিপরিবার,ডৌহাখলা ইউনিয়নে ৬হাজার ৬ শত ৪০টি পরিবার, ভাংনামারী ইউনিয়নে ৫ হাজার ৪ টি পরিবার ও সিধলা ইউনিয়নে ৫ হাজার ২ শত ৯০ টি পরিবার ১০ কেজি করে খাদ্য সহায়তা পাবে। এ ছাড়া গৌরীপুর পৌরসভা ৪হাজার ৬ শত ১১টি পরিবার উক্ত খাদ্য সহায়তা আওতায় থাকবে।