গৌরীপুরে মাছের আরত ও চাষীপর্যায়ে মৎস্য মেলার উদ্বোধন

প্রকাশিত: ৯:৫০ অপরাহ্ণ, জুলাই ১, ২০২০

কমল সরকার’গৌরীপুর : ময়মনসিংহের গৌরীপুর উপজেলার অচিন্তপুর ইউনিয়নে বুধবার (১জুলাই) গাগলা মোড়ে মাছের আড়ৎ ও চাষীপর্যায়ে মৎস্য মেলার উদ্বোধন করা হয়েছে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ মেলার শুভ উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান মোঃ মোফাজ্জল হোসেন খান। উদ্বোধনী দিনে ১শ ২৭জন মৎস্যচাষী তাদের উৎপাদিত মাছ মেলায় প্রদর্শন করেন।

এ মেলা চলবে ১ মাস ব্যাপী। মোঃ জয়নাল আবেদিন এর সভাপতিত্বে ও দেওয়ান সোহাদুজ্জামান সুমনের সঞ্চালনায় এ উপলক্ষে আলোচনা সভায় বক্তব্য রাখেন অচিন্তপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল হাই (আহাম্মদউল্লাহ), ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুর রাজ্জাক, বিশিষ ব্যবসায়ী মোঃ জায়দুল ইসলাম. মৎস্য আড়তদার মোঃ মনির উদ্দিন সওদাগর, অচিন্তপুর যুবলীগের সভাপতি মোস্তাফিজুর রহমান টিটু, সাবেক সভাপতি মোশাররফ হোসেন বাচ্চু, ছাত্রলীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, কলেজ ছাত্রলীগের সভাপতি মোঃ নজরুল ইসলাম, শরীফ আহাম্মেদ ছোটন. নুর মোহাম্মদ রাজা, মজিবুর রহমান সুমন প্রমুখ।

জয়নাল আবেদিন জানান, মেলার উদ্বোধনী দিনে দেশের বিভিন্ন প্রান্ত থেকে দু’শতাধিক মৎস্য ব্যবসায়ী মাছ ক্রয় করতে আসেন। এছাড়াও মেলায় ১শ ২৭জন মৎস্যচাষী তাদেও মাছ প্রদর্শন করেন।