গৌরীপুরে ভ্রাম্যমান আদালতে জরিমানা আদায়

প্রকাশিত: ৮:৩৭ অপরাহ্ণ, এপ্রিল ২৮, ২০২০

কমল সরকার’গৌরীপুর : করোনা ভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে সরকারি নির্দেশনা মেনে চলার জন্য ও গণজমায়েত এড়াতে ময়মনসিংহের গৌরীপুরে মঙ্গলবার (২৮ এপ্রিল) সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মাসুদ রানার নেতৃত্বে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়।

ভ্রাম্য আদালত ৫জন ব্যবসায়ীকে সাড়ে ৯হাজার টাকা জরিমানা করেন। দন্ড প্রাপ্তরা হলো ব্যবসায়ী আব্দুল কাদিরকে ৩হাজার টাকা, মোঃ শাহজাহানকে ৫হাজার টাকা, পাপ্পু মিয়াকে ৫শ টাকা, মোঃ রাকিবুল ইসলাম রাকিবকে ৫শ টাকা ও সোহরাব উদ্দিনকে ৫শ টাকা।

ভ্রাম্যমান আদালতে সহযোগিতায় ছিলেন গৌরীপুর থানার সাব ইন্সপেক্টর মোঃ মাইনুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ের আব্দুল্লাহ হিল মাহদি, মোঃ সাইদুল ইসলাম, মোঃ রবিন।

অপরদিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও )ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সেঁজুতি ধর পরিচালিত ভ্রাম্যমান আদালত ৩টি দোকানে ৪হাজার টাকা জরিমানা করেন। তারা হলো কলতাপাড়া বাজারের নুরুল ইসলামকে ১হাজার টাকা, মঞ্জুরুল ইসলামকে ১হাজার টাকা ও শ্যামগঞ্জের এক দোকানীকে ২হাজার টাকা জরিমানা করেন।