গৌরীপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উদযাপিত

প্রকাশিত: ১০:১৮ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৮, ২০২০
গৌরীপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উদযাপিত

কমল সরকার,গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি : ‘তথ্য অধিকার সংকটে হাতিয়ার, সংকটকালে তথ্য পেলে জনগণের মুক্তি মিলে’ এ শ্লোগানকে সামনে রেখে সারা দেশের ন্যায় ময়মনসিংহের গৌরীপুরে উপজেলা প্রশাসন ও পরিষদের উদ্যোগে (২৮ সেপ্টেম্বর) সোমবার বিভিন্ন কর্মসুচীর মধ্য দিয়ে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উদযাপিত হয়েছে। এ উপলক্ষে শহরে এক বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়।

পরে উপজেলা পরিষদ পাবলিক হলে ভারপ্রাপ্ত ইউএনও ্সহকারী কমিশনার (ভূমি) আবিদুর রহমানের সভাপতিত্বে এ উপলক্ষে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ডাঃ হেলাল উদ্দিন আহম্মেদ, উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ মোফাজ্জল হোসেন খান, ভাইস চেয়ারম্যান মোঃ সেহেল রানা, মহিলা ভাইস চেয়ারম্যান সালমা আক্তার রুবি, কৃষি কর্মকর্তা লুৎফুন্নাহার, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা রবিউল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মনিকা পারভিন, মহিলা বিষয়ক কর্মকর্তা সুলতানা বেগম আকন্দ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সোহেল রানা পাপ্পু, জনস্বাস্থ্য উপসহকারী প্রকৌশলী আব্দুল মান্নান, একাডেমিক সুপারভাইজার কমল রায়, প্রমুখ।