গৌরীপুরে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন

প্রকাশিত: ৭:৫০ অপরাহ্ণ, অক্টোবর ৪, ২০২০

কমল সরকার,গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের গৌরীপুর পৌরসভায় পক্ষকালব্যাপি জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করেন মেয়র সৈয়দ রফিকুল ইসলাম। রবিবার (০৪ অক্টোবর) সকাল ৯টায় শিশুদের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর মধ্য দিয়ে তিনি এ কর্মসূচীর উদ্বোধন করেন।

এসময় উপস্থিত ছিলেন গৌরীপুর পৌরসভার প্যানেল মেয়র-১ দেওয়ান মাসুদুর রহমান খান সুজন, প্যানেল মেয়র-২ এস এম আলী আহাম্মদ, প্যানেল মেয়র-৩ শিউলী চৌধুরী, পৌর কাউন্সিলর সাইফুল ইসলাম রিপন, মোঃ নাজিম উদ্দিন, পৌর পৌর মহিলা কাউন্সিলর জেসমিন আক্তার, প্রশাসনিক কর্মকর্তা জয়নাল আবেদীন, হিসাব রক্ষক মঞ্জুরুল হক, স্যানিটারী ইন্সপেক্টর শফিকুল ইসলাম, পৌর ভ্যাকসিনেটর সুপারভাইজার উম্মে জহুরা আক্তার নূর, মিরা রানী দাস প্রমুখ।

পৌর ভ্যাকসিনেটর সুপারভাইজার উম্মে জহুরা আক্তার নূর জানান, ৪ অক্টোবর থেকে ১৭ অক্টোবর পর্যন্ত পক্ষকালব্যাপি গৌরীপুর পৌরসভায় ২৪টি কেন্দ্রে ৬-১১ মাস বয়সী ৩৬৯ জন শিশুকে নীল রঙের এবং ১২-৫৯ মাস বয়সী ৩ হাজার ৮০ জন শিশুকে লাল রঙের ভিাটমিন এ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।