গৌরীপুরে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৭:৫০ অপরাহ্ণ, অক্টোবর ৪, ২০২০ কমল সরকার,গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের গৌরীপুর পৌরসভায় পক্ষকালব্যাপি জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করেন মেয়র সৈয়দ রফিকুল ইসলাম। রবিবার (০৪ অক্টোবর) সকাল ৯টায় শিশুদের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর মধ্য দিয়ে তিনি এ কর্মসূচীর উদ্বোধন করেন। এসময় উপস্থিত ছিলেন গৌরীপুর পৌরসভার প্যানেল মেয়র-১ দেওয়ান মাসুদুর রহমান খান সুজন, প্যানেল মেয়র-২ এস এম আলী আহাম্মদ, প্যানেল মেয়র-৩ শিউলী চৌধুরী, পৌর কাউন্সিলর সাইফুল ইসলাম রিপন, মোঃ নাজিম উদ্দিন, পৌর পৌর মহিলা কাউন্সিলর জেসমিন আক্তার, প্রশাসনিক কর্মকর্তা জয়নাল আবেদীন, হিসাব রক্ষক মঞ্জুরুল হক, স্যানিটারী ইন্সপেক্টর শফিকুল ইসলাম, পৌর ভ্যাকসিনেটর সুপারভাইজার উম্মে জহুরা আক্তার নূর, মিরা রানী দাস প্রমুখ। পৌর ভ্যাকসিনেটর সুপারভাইজার উম্মে জহুরা আক্তার নূর জানান, ৪ অক্টোবর থেকে ১৭ অক্টোবর পর্যন্ত পক্ষকালব্যাপি গৌরীপুর পৌরসভায় ২৪টি কেন্দ্রে ৬-১১ মাস বয়সী ৩৬৯ জন শিশুকে নীল রঙের এবং ১২-৫৯ মাস বয়সী ৩ হাজার ৮০ জন শিশুকে লাল রঙের ভিাটমিন এ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। Share this:FacebookX Related posts: গৌরীপুরে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন ওরিয়েন্টেশন সভা গৌরীপুরে ঘুরাঘুরি ও দোকান খোলা রাখায় ৫জনকে জরিমানা গৌরীপুরে বিয়ের প্রলোভনে এক সন্তানের জননীকে ধর্ষণ: ধর্ষক গ্রেফতার গৌরীপুরে দরিদ্রদের বিনামূল্যে চিকিৎসাসেবা দিচ্ছেন ডা.আমান গৌরীপুরে চার বছর পর হতদরিদ্ররা জানলেন তারা তালিকাভুক্ত উপকারভোগী গৌরীপুরে ৫ শতাধিক হতদরিদ্র ও শ্রমিকদের মাঝে খাদ্য সহায়তার উদ্বোধন গৌরীপুরে কর্মহীনদের মাঝে এমপির খাদ্য সামগ্রী বিতরন গৌরীপুরে ৬’শ দুস্থ পরিবারের খাদ্যের দায়িত্ব নিলেন জরিনা খাতুন গৌরীপুরে অসহায়দের পাশে থানার অফিসার্স ইনচার্জ বোরহান উদ্দিন গৌরীপুরে মেছো বিড়াল উদ্ধার গৌরীপুরে পৌনে ৩ কোটি টাকা ব্যায়ে বিদ্যুৎ সঞ্চালন লাইনের উন্নয়ন কাজ শুরু গৌরীপুরে মেয়রের উদ্যোগে প্রধানমন্ত্রীর জন্মদিনে দোয়া-মাহফিল SHARES Matched Content দেশের খবর বিষয়: গৌরীপুরেভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন