গৌরীপুরে খতিব, ইমাম ও মুয়াজ্জিনসহ ১২০ জনকে সহায়তা প্রদান

প্রকাশিত: ৩:৪২ অপরাহ্ণ, এপ্রিল ২২, ২০২০

কমল সরকার’গৌরীপুর : করোনা সংকট মহুর্তে ঘরবন্দী যখন সকল মানুষ। অনেকেই রয়েছে খাদ্যভাব ও আর্থিক কষ্টে। এই মুহুর্তে পবিত্র মাহে রমজান আসন্ন। তাই পবিত্র রমজান উপলক্ষে ময়মনসিংহের গৌরীপুর পৌরসভার সকল মসজিদের ইমাম,খতিব ও মুয়াজ্জিনদের পাশে দাঁড়িয়েছেন পৌরসভার মেয়র সৈয়দ রফিকুল ইসলাম। বুধবার (২২এপ্রিল) দুপুরে পৌরসভা চত্বরে সামাজিক দূরত্ব বজায় রেখে মেয়র রফিক ব্যাক্তিগত অর্থে খতিব, ইমাম ও মুয়াজ্জিনসহ ১২০ জনকে ইফতার সামগ্রী ও নগদ হাদিয়া প্রদান করেন।

পবিত্র রমজানের ইফতার সামগ্রীর মাঝে রয়েছে আটা, খেজুর, বুট,চিনি, মুড়ি, সেমাই, কিসমিস, সাবান ও প্রত্যেক ইমাম’খতিবকে ১হাজার ৪শ টাকা নগদ ও মুয়াজ্জিনকে ৮শ টাকা করে হাদিয়া প্রদান করেন। পৌরসভার মেয়র সৈয়দ রফিকুল ইসলাম বলেন এটা কোন ত্রাণ সহায়তা নয়, পবিত্র রমজান মাস উপলক্ষে এটা আমার পক্ষ থেকে দেয়া হাদিয়া।

এ সময় তিনি করোনা সংকট রোধে সবাইকে সরকার ও স্বাস্থ্যবিভাগের বিধিনিষেধ মেনে চলার পাশাপাশি ঘরে থাকার পরামর্শ দেন। তিনি ইমাম’খতিব ও মুয়াজ্জিনদের উদ্যেশে করোনা সংকট থেকে দেশবাসীর মুক্তি পাওয়ার জন্য পবিত্র জুম্মা ও পাঁচওয়াক্ত নামাজের পর বিশেষ মোনাজাত করার অনুরোধ জানান। হাদিয়া বিতরণকালে উপস্থিত ছিলেন পৌর কাউন্সিলর সাইফুল ইসলাম রিপন, মোঃ নাজিম উদ্দিন আহম্মেদ’ পৌরসভার সচিব মদন মোহন দাস, হিসাবরক্ষক মঞ্জুরুল হক প্রমুখ।