গৌরীপুরে খতিব, ইমাম ও মুয়াজ্জিনসহ ১২০ জনকে সহায়তা প্রদান দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৩:৪২ অপরাহ্ণ, এপ্রিল ২২, ২০২০ কমল সরকার’গৌরীপুর : করোনা সংকট মহুর্তে ঘরবন্দী যখন সকল মানুষ। অনেকেই রয়েছে খাদ্যভাব ও আর্থিক কষ্টে। এই মুহুর্তে পবিত্র মাহে রমজান আসন্ন। তাই পবিত্র রমজান উপলক্ষে ময়মনসিংহের গৌরীপুর পৌরসভার সকল মসজিদের ইমাম,খতিব ও মুয়াজ্জিনদের পাশে দাঁড়িয়েছেন পৌরসভার মেয়র সৈয়দ রফিকুল ইসলাম। বুধবার (২২এপ্রিল) দুপুরে পৌরসভা চত্বরে সামাজিক দূরত্ব বজায় রেখে মেয়র রফিক ব্যাক্তিগত অর্থে খতিব, ইমাম ও মুয়াজ্জিনসহ ১২০ জনকে ইফতার সামগ্রী ও নগদ হাদিয়া প্রদান করেন। পবিত্র রমজানের ইফতার সামগ্রীর মাঝে রয়েছে আটা, খেজুর, বুট,চিনি, মুড়ি, সেমাই, কিসমিস, সাবান ও প্রত্যেক ইমাম’খতিবকে ১হাজার ৪শ টাকা নগদ ও মুয়াজ্জিনকে ৮শ টাকা করে হাদিয়া প্রদান করেন। পৌরসভার মেয়র সৈয়দ রফিকুল ইসলাম বলেন এটা কোন ত্রাণ সহায়তা নয়, পবিত্র রমজান মাস উপলক্ষে এটা আমার পক্ষ থেকে দেয়া হাদিয়া। এ সময় তিনি করোনা সংকট রোধে সবাইকে সরকার ও স্বাস্থ্যবিভাগের বিধিনিষেধ মেনে চলার পাশাপাশি ঘরে থাকার পরামর্শ দেন। তিনি ইমাম’খতিব ও মুয়াজ্জিনদের উদ্যেশে করোনা সংকট থেকে দেশবাসীর মুক্তি পাওয়ার জন্য পবিত্র জুম্মা ও পাঁচওয়াক্ত নামাজের পর বিশেষ মোনাজাত করার অনুরোধ জানান। হাদিয়া বিতরণকালে উপস্থিত ছিলেন পৌর কাউন্সিলর সাইফুল ইসলাম রিপন, মোঃ নাজিম উদ্দিন আহম্মেদ’ পৌরসভার সচিব মদন মোহন দাস, হিসাবরক্ষক মঞ্জুরুল হক প্রমুখ। Share this:FacebookX Related posts: গৌরীপুরে মুজিববর্ষ উপলক্ষে বিতর্ক প্রতিযোগিতা গৌরীপুরে করোনা ভাইরাসে করণীয় শীর্ষক প্রচারপত্র বিতরণ ও সমাবেশ গৌরীপুরে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে প্রাথমিক বিদ্যালয়ে কেক কাটা অনুষ্ঠান গৌরীপুরে টিসিবি’র পণ্য বিক্রয় শুরু মানুষের উপচে পড়া ভীড় গৌরীপুরে শ্বাসকষ্টে একজনের মৃত্যু অপরজনও শ্বাসকষ্টে আক্রান্ত! গৌরীপুরে ২ হাজার হতদরিদ্রের বাড়িতে খাবার পৌঁছে দিবে এমপি নাজিম গৌরীপুরে কর্মহীনদের মাঝে ছাত্রলীগ নেতা শাহীনের ঈদ উপহার গৌরীপুরে ট্রাকচাপায় সাইকেল আরোহী কিশোরের মৃত্যু গৌরীপুরে দেড় বছর ধরে ভিজিডি’র চাল পাচ্ছেনা ১৫ নারী গৌরীপুরে এলজিএসপির টাকায় স্কুলের নতুন ভবন গৌরীপুরে পৌর মেয়রের উদ্যোগে সোলার স্ট্রীট লাইট স্থাপন গৌরীপুরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত SHARES Matched Content দেশের খবর বিষয়: ১২০ জনকেইমাম ও মুয়াজ্জিনসহখতিবগৌরীপুরেসহায়তা প্রদান