গৌরীপুরে চলন্ত বাসে অজ্ঞান পার্টির খপ্পরে ব্যবসায়ী যুবক

প্রকাশিত: ১২:০৯ পূর্বাহ্ণ, জানুয়ারি ৩০, ২০২০

কমল সরকার’ গৌরীপুর ; ময়মনসিংহের গৌরীপুরে চলন্ত বাসে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে স্থানীয় কেয়ার ফ্যাশনের মালিক রেজাউল করিম রক্সি (২৭) নগদ এক লক্ষ টাকা ও মোবাইল খুইয়েছেন। বুধবার (২৯ জানুয়ারী) বিকেলে ময়মনসিংহ থেকে গৌরীপুরগামী (ঢাকা মেট্রো-চ-৬৩২৭) চলন্ত বাসে এ ছিনতাইয়ের ঘটনা ঘটে।

বর্তমানে আহত যুবক ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন। আহত যুবক গৌরীপুর পৌরসভার মধ্য ভালুকার ব্যবসায়ী আবুল কালামের ছেলে। আহত রক্সির চাচাতো ভাই উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইমতিয়াজ সুলতান জনি জানান,তার ভাই রক্সি ময়মনসিংহ শহরের একটি ব্যাংক থেকে টাকা উত্তোলন করে ব্রীজ সংলগ্ন বাস¯ট্যান্ডে এসে গৌরীপুরের উদ্দেশে বাসে উঠেন।

এ সময় অজ্ঞান পার্টির সদস্যরা তার ভাইয়ের পাশে সীটে বসে তাকে চলন্ত বাসে মেডিসিন দিয়ে অচেতন করে নগদ এক লক্ষ টাকা ও মোবাইল ছিনিয়ে নেয়। রক্সিকে প্রথমে গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাসের হেলপার আনোয়ার জানান,বাসে এ ঘটনা টের পায়নি তারা।

বাসটি গৌরীপুর শহরে প্রবেশের আগে রক্সির পাশে বসা জনৈক দুই ব্যক্তি বাস থেকে নেমে পড়েন। তার ধারনা ওই দুই ব্যক্তি অজ্ঞান পার্টির সদস্য।