মাদক বিরোধী অভিযানে নারীসহ আটক ৬

প্রকাশিত: ১২:০২ পূর্বাহ্ণ, জানুয়ারি ৩০, ২০২০

নিজস্ব প্রতিবেদক : রাজধানীতে পৃথক দুটি মাদকবিরোধী অভিযানে চালিয়ে বিপুল পরিমান মাদকসহ ছয়জনকে গ্রেফতার করেছে র‌্যাব।

বুধবার (২৯ জানুয়ারি) দিনভর উত্তরা ও যাত্রাবাড়ীতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, শামসুল আলম, রফিকুল ইসলাম, ইয়াসমিন আক্তার, কাউসার মনি, মনোয়ার হোসেন ও মামুন মিয়া।

এসময় তাদের কাছ থেকে ৪২৬০ পিস ইয়াবা, একটি মোটরসাইকেল, ৬টি মোবাইল সেট, দুটি ভ্যানিটি ব্যাগ উদ্ধার করা হয়।

র‌্যাব-১০ এর উপ-অধিনায়ক মেজর শাহরিয়ার জিয়াউর রহমান, র‌্যাব-১০ এর কোম্পানি কমান্ডার উপ-পরিচালক আলী রেজা রবি এবং স্কোয়াড কমান্ডার এএসপি আসাদুজ্জামানের নেতৃত্বে পৃথক দুটি অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরে তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা হয়েছে।