গৌরীপুরে নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে পুলিশের সমাবেশ

প্রকাশিত: ৮:৩২ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৫, ২০২০

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি : নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে ময়মনসিংহের গৌরীপুর থানার পুলিশের উদ্যোগে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৫ ফেব্রুয়ারী) বেলা ১১ টায় থানা চত্বরে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন ময়মনসিংহ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) জয়িতা শিল্পী।

সমাবেশে জয়িতা শিল্পী বলেন, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ করতে পরিবার থেকে সচেতনতাবোধ সৃষ্টি করতে হবে। কেননা পরিবারের লোকজনের কাছ থেকে নারী ও শিশুরা বিভিন্নভাবে নানা নির্যাতনের শিকার হয়ে থাকেন। পুলিশের পাশাপাশি এর বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।

উপজেলা কমিউনিটি পুলিশিং এর সভাপতি সাবেক পৌর মেয়র মোঃ শফিকুল ইসলাম হবির সভাপতিত্বে ও গৌরীপুর থানার ওসি (তদন্ত) আবুল কালাম আজাদের সঞ্চালনায় সমাবেশে অন্যদের মাঝে বক্তব্য দেন,গৌরীপুর থানার ওসি মোঃ বোরহান উদ্দিন, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি ডাঃ হেলাল উদ্দিন আহাম্মদ উপজেলা মহিলা আওয়ামীলীগের আহবায়ক নাসিমা পারভীন পাপড়ী, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ,ময়মনসিংহ জেলা মহিলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক রাবেয়া ইসলাম ডলি, উপজেলা কমিউনিটি পুলিশিংয়ের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দুলাল, সাংবাদিক ঐক্য ফোরামের সভাপতি বেগ ফারুক আহাম্মদ, বিআরডিবির চেয়ারম্যান মাসুদুর রহমান শুভ্র, গৌরীপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মশিউর রহমান কাউসার, উপজেলা কমিউনিটি পুলিশিংয়ের যুগ্ম সাধারণ সম্পাদক ফারুক আহাম্মদ, উপজেলা ছাত্রলীগের সভাপতি শেখ মুকতাদির শাহীন প্রমুখ।

এতে উপস্থিত ছিলেন গৌরীপুর পৌরসভার মহিলা কাউন্সিলর শিউলী চৌধুরী, জেসমিন আক্তার, দিলুয়ারা আক্তার, পৌর কমিউনিটি পুলিশিংয়ের সভাপতি মোখলেছুর রহমান বাবুল, সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান শাহীন, উপজেলা মহিলা পরিষদের সাধারণ সম্পাদক মমতাজ বেগম, মইলাকান্দা ইউনিয়ন কমিউনিটি পুলিশিংয়ের সভাপতি তপন রায়, সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন মনোজ, সাবেক ছাত্রলীগ নেতা উমর ফারুক স্বাধীনসহ স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, কমিউনিটি পুলিশিংয়ের সদস্য ও স্থানীয় নারী-পুরুষরা।

সাংবাদিকদের মাঝে উপস্থিত ছিলেন, গৌরীপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি কমল সরকার, সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন শাহীন, মোঃ রইছ উদ্দিন, আলী হায়দার রবিন, প্রেসক্লাবের কোষাধ্যক্ষ শামীম খান, সাংবাদিক হুমায়ূন কবির, আব্দুল কাদির, শাহজাহান কবির প্রমুখ।