গৌরীপুর পৌরসভার পক্ষে লাইসেন্স পরিদর্শক আতাউর রহমানকে সংবর্ধনা

প্রকাশিত: ৫:১৯ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৯, ২০২১

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি ; বাংলাদেশ পৌরসভা সার্ভিস এসোসিয়েশনের (বিএপিএস) দপ্তর সম্পাদক নির্বাচিত হওয়ায় গৌরীপুর পৌরসভার লাইসেন্স পরিদর্শক মোঃ আতাউর রহমানকে সংবর্ধনা দিয়েছেন গৌরীপুর পৌরসভা ইউনিট কমিটির নেতৃবৃন্দ ও সহকর্মীরা।

মঙ্গলবার (০৯ ফেব্রুয়ারি) বেলা ১১টায় গৌরীপুর পৌর ভবনের সামনে জাঁকজমকপূর্ণ এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসময় পৌরসভা ইউনিট কমিটির নেতৃবৃন্দ ও সহকর্মীরা বাংলাদেশ পৌরসভা সার্ভিস এসোসিয়েশন এর নবনির্বাচিত দপ্তর সম্পাদক মোঃ আতাউর রহমানকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান। তিনি দ্বিতীয় বারের মতো বাংলাদেশ পৌরসভা সার্ভিস এসোসিয়েশনের (বিএপিএস) সর্বসম্মতিক্রমে দপ্তর সম্পাদক নির্বাচিত হয়েছেন।

সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন-গৌরীপুর পৌরসভা ইউনিট কমিটির সভাপতি মোঃ মঞ্জুরুল হক, সিনিয়র সহ-সভাপতি মোঃ আবু বক্কর সিদ্দিক, সাংগঠনিক সম্পাদক মোঃ আব্দুল হাই প্রমুখ। এছাড়াও বিভাগীয় কমিটির সহ-প্রচার সম্পাদক মোঃ কামরুজ্জামানসহ পৌরসভার বিভিন্ন কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ৬ ফেব্রুয়ারি ইঞ্জিনিয়ার ইনিস্টিটিউট,রমনা,ঢাকায় বাংলাদেশ পৌরসভা সার্ভিস এসোসিয়েশন এর ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এতে আব্দুল আলীম মোল্লা সভাপতি ও ইঞ্জিনিয়ার মোঃ আব্দুস সাত্তার সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।