ঝালকাঠিতে পাঁচ ডাকাত গ্রেফতার,স্বর্ণ ও অস্ত্র উদ্ধার

প্রকাশিত: ১:৫৫ অপরাহ্ণ, জানুয়ারি ৩০, ২০২০

ঝালকাঠি প্রতিনিধি : ঝালকাঠির জেলার নলছিটিতে পাঁচ ডাকাতকে গ্রেফতার সহ স্বর্ণ ও অস্ত্র উদ্ধার করেছে জেলা পুলিশ। এ উপলক্ষে ২৯ জানুয়ারী ঝালকাঠি জেলা পুলিশের পক্ষ থেকে পুলিশ সুপার সম্মেলন কক্ষে পুলিশ সুপার ফাতিহা ইয়াসমি প্রেস ব্রিফিং করেন।

এ বিষয় পুলিশ সুপারের প্রেস ব্রিফিং সূত্রে জানাযায়, গত ২৩ জানুয়ারি রাতে ঝালকাঠি জেলার নলছিটি উপজেলাধীন তেওলা গ্রামের মামুন হাওলাদারের বাড়িতে ডাকাতি হয়। ডাকাত দল মামুনের বসতঘরের পিছনের বারান্দার সিধ কেটে কালো কাপড়ে মুখবেধে একদল ডাকাত ঘরে প্রবেশ করে এবং নগদ ৪ লক্ষ টাকা, স্বর্নালংকারসহ অন্যান্য মালামাল নিয়ে যাওয়ার ঘটনায় মামুন বাদী হয়ে পরের দিন নলছিটি থানায় একটি মামলা দায়ের করে।

উক্ত মামলার সূত্র ধরে পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিনের নির্দেশনা মোতাবেক জেলা পুলিশ একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযান পরিচালনার মাধ্যমে বরিশালের মোঃ শহিদ খান (৩৭),নোয়াখালির মোঃ এনাম হোসেন মিয়া (৩০),পটুয়াখালীর অরুণ দাস( ৩৮),ঝালকাঠির মোঃ পিন্টু হাওলাদার(৩০) ও মোঃ ইমরান হোসেন(২৮) কে একটি এয়ারগান (পাখিমারা কন্দুক), দুই জোড়া স্বর্ণের কানবালা ও দুটি স্বর্ণের চেইনসহ গ্রেফতার করা হয়। জেলা পুলিশের প্রেস ব্রিফিং এর সময় জেলার অতিরিক্ত পুলিশ সুপার এম এম মাহমুদ হাসান উপস্থিত ছিলেন।