গৌরীপুরে পুকুর বেদখল: গ্রাম আদালতে মামলা

প্রকাশিত: ১১:৩১ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৪, ২০২০

কমল সরকার’গৌরীপুর : ময়মনসিংহের গৌরীপুরে প্রতিবেশীদের বিরুদ্ধের মাছ চাষকৃত একটি পুকুর বেদখল দেওয়া ও মারপিটের অভিযোগ উঠেছে। উপজেলার সহনাটি ইউনিয়নের ভালুকাপুর গ্রামের এই ঘটনায় স্থানীয় ইউনিয়ন পরিষদের গ্রাম্য আদালতে গত ১৫ জানুয়ারি মো: মিজানুর রহমান দিপু (৫০) বাদি হয়ে তিনজনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন।

মামলা নম্বর-০২/২০। কিন্তু অদ্যাবদি ওই মামলা শুনানি না হওয়ায় কোন পক্ষই পুকুরে নামতে পারছেন না। ফলে পুকুর পরিচর্যা, চাছের খাবার ও পানির অভাবে মরে ক্ষতিগ্রস্থ হচ্ছে প্রায় ২ লাখ টাকার বিভিন্ন প্রজাতির মাছ। গ্রাম্য আদালতের মামলা সূত্রে জানা যায়, উপজেলার সহনাটি ইউনিয়নের ভালুকাপুর গ্রামের মৃত মমতাজ উদ্দিনের ছেলে মো: মিজানুর রহমান দিপু ২০০৮ সালে প্রতিবেশী (চাচা) মৃত ফজর আলীর ছেলে মোসলেম উদ্দিনের নিকট থেকে খতিয়ান নং-৮৭, জেএল নং-১৮৯ ও ৩৮৯ নং হালদাগে ২৩ শতাংশ জমি থেকে মো: মিজানুর রহমান দিপু সাড়ে ১১ শতাংশ ৬৬ হাজার ৬শ টাকা দিয়ে ক্রয় করেন। পরে ওই জমিতে তিনি পুকুর বানিয়ে মাছ চাষ শুরু করেন।

মামলায় এক নম্বর আসামী বাদির সহোদর চাচা হওয়ার সুবাধে তখন উক্ত জমিটি হয় নাই। জমিটি দলিলের জন্য বিভিন্ন সময় তাগিদ দিলেও দেই দিচ্ছি বলে তিনি সময় ক্ষেপন করেছেন। গত বছর ৯ ডিসেম্বর সকালে উক্ত পুকুরে পানি ও মাছের খাবার দিলে গেলে মো: মোসলেম উদ্দিন তার দুই ছেলে মোমিনুল ইসলাম রুবেল ও মাইনুল ইসলাম পাবেল উক্ত মামলার বাদি মো: মিজুনুর রহমান দিপুকে মারপিট করে চাষকৃত পুকুর সহ জমিটি বেদখল করে।

এ ঘটনার সুষ্ঠ বিচার প্রার্থনা করে মো: মিজুনুর রহমান দিপু গত ১৫ জানুয়ারি স্থানীয় ইউনিয়ন পরিষদ গ্রাম্য আদালতে একটি অভিযোগ দায়ের করেন। এদিকে অভিযুক্ত মো: মোসলেম উদ্দিন জানান, মারপিটের ঘটনাটি সম্পুর্ণ মিথ্যা। জমিটি দিপুর নিকট লীজ দেয়া ছিল। এখন লীজের মেয়াদ শেষ তাই আমার নিজের জমি আমি দখলে নিয়েছি। ইউপি চেয়ারম্যান আব্দুল মান্নান সরকার অভিযোগ দাখিলের সত্যতা নিশ্চিত করে বলেন, খুব শীঘ্রই উভয় পক্ষকে ডেকে বিষয়টি মিমাংশা করা হবে।