গৌরীপুর পৌরসভা নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের দায়ে প্রার্থীদের জরিমানা দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৬:৫১ অপরাহ্ণ, জানুয়ারি ১৫, ২০২১ কমল সরকার,গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের গৌরীপুর পৌরসভা নির্বাচনে আচারণবিধি লংঘনের দায়ে তিন প্রার্থী ও এক প্রার্থীর সমর্থককে জরিমানা করেছেন বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মোঃ আবিদুর রহমান এর নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত। নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মোঃ আবিদুর রহমান শুক্রবার (১৫ জানুয়ারি) এ তথ্য নিশ্চিত করে জানান, গত দু’দিনে ভ্রাম্যমাণ আদালতে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী আতাউর রহমান আতাকে রঙিন পোস্টার ব্যবহারের দায়ের ২হাজার টাকা, স্বতন্ত্র চামচ প্রতীকের প্রার্থী আবু কাউছার চৌধুরী রন্টিকে ডাবল মাইক ব্যবহারের জন্য ২হাজার টাকা, সংরক্ষিত আসনে ২ (৪, ৫ ও ৬নং) ওয়ার্ডের অটোরিকশা প্রতীকের কাউন্সিলার প্রার্থী মোছাঃ রোজিনা আক্তার চৌধুরীকে প্রার্থী ব্যতিত অন্য নাম ও পরিচয় ব্যবহারের দায়ে ১হাজার টাকা ও নৌকা প্রতীকের প্রার্থী শফিকুল ইসলাম হবির সমর্থক ইদ্রিছ আলীকে দীর্ঘাকৃতির বৈঠা ব্যবহারের দায়ে ১হাজার টাকা অর্থদ- করেছেন। ৩য় ধাপে অনুষ্ঠিত গৌরীপুর পৌরসভার নির্বাচন ৩০জানুয়ারি অনুষ্ঠিত হবে। মেয়র পদে ৭জন, ৩টি সংরক্ষিত আসনে কাউন্সিলার পদে ১৪ জন ও ৯টি সাধারণ কাউন্সিলর পদে ৪২জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করছেন। মেয়র পদে প্রার্থীরা হলেন বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সাবেক মেয়র শফিকুল ইসলাম হবি (নৌকা), বিএনপি মনোনীত প্রার্থী উপজেলা মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক আতাউর রহমান আতা (ধানের শীষ), বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি মনোনীত প্রার্থী আবু সাঈদ মোঃ ফারুকুজ্জামান (কুঁড়েঘর)। বর্তমান মেয়র সৈয়দ রফিকুল ইসলাম নারিকেল গাছ, যুবলীগ কর্মী গৌরীপুর পৌরসভার বর্তমান কাউন্সিলর মোঃ আব্দুল কাদির (মোবাইল ফোন), সাবেক কেন্দ্রীয় যুবলীগ েেনতা আবু কাউছার চৌধুরী রন্টি (চামচ), সন্ত্রাসী হামলায় নিহত উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মাসুদুর রহমান শুভ্র’র স্ত্রী তাহরিমা আক্তার চুমকী পেয়েছেন জগ প্রতীক। Share this:FacebookX Related posts: গৌরীপুর পৌরসভা নির্বাচনে আ’লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশী আবুল কালাম আজাদের মতবিনিময় সভা গৌরীপুর পৌরসভার মেয়র প্রার্থী সৈয়দ রফিকুল ইসলাম’র মতবিনিময় ঈশ্বরগঞ্জ পৌরসভা নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী জয়ী সড়ক দুর্ঘটনা প্রতিরোধে গৌরীপুরে পৌর মেয়র সৈয়দ রফিকের মতবিনিময় গৌরীপুরে তিথী হত্যার বিচারের দাবিতে আইডিয়াল কিন্ডার গার্টেনের বিক্ষোভ গৌরীপুরে শিশু ছেলের সাথে খেলা নিয়ে ঝগড়া, প্রতিপক্ষের হামলায় প্রাণ গেল বাবার গৌরীপুরে বিতর্কিত শিক্ষক ও তার ২ সহযোগী ইয়াবাসহ গ্রেফতার গৌরীপুর স্যানিটারি ইন্সপেক্টর কর্মস্থলে না এসেই বেতন-ভাতা ভোগ করছেন শেরপুর পৌর নির্বাচনে মেয়র পদে ত্রিমুখী লড়াই ঈশ্বরগঞ্জে নৌকা প্রতীককে বিজয়ী করতে যুবলীগের নির্বাচনী পথ সভা সরিষাবাড়ী পৌরসভায় আ. লীগের জয় গৌরীপুর পৌরসভার পক্ষে লাইসেন্স পরিদর্শক আতাউর রহমানকে সংবর্ধনা SHARES Matched Content দেশের খবর বিষয়: আচরণবিধি লঙ্ঘনের দায়েগৌরীপুরপৌরসভা নির্বাচনেপ্রার্থীদের জরিমানা