সড়ক দুর্ঘটনা প্রতিরোধে গৌরীপুরে পৌর মেয়র সৈয়দ রফিকের মতবিনিময় দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৬:৪৯ অপরাহ্ণ, জানুয়ারি ১৬, ২০২০ কমল সরকার,গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের গৌরীপুরে পৌরসভা কার্যালয়ে বৃহস্পতিবার (১৬ জানুয়ারী) বেলা ১১ টায় সড়ক দুর্ঘটনা প্রতিরোধে শীর্ষক করনীয় এক মতবিনিময় সভায় মিলিত হন পৌর মেয়র সৈয়দ রফিকুল ইসলাম। এতে স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক, গণ্যমান্য ও রাজনৈতিক ব্যক্তিবর্গ, ব্যবসায়ী, সুশীল সমাজ ও পরিবহন সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহন করে সড়ক দুর্ঘটনা প্রতিরোধকল্পে তাঁদের মতামত তুলে ধরেন। এ সভায় সকলেই ট্রাকচাপায় মেধাবী তিথীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে নিরাপদ সড়কের দাবি করেন। গৌরীপুর পৌরসভার মেয়র মেয়র সৈয়দ রফিকুল ইসলাম জানান, সড়ক দুর্ঘটনা প্রতিরোধে সভায় উপস্থিত সকলের পরামর্শ ও মতামত পৌর শহরে বাস্তবায়ন করবেন। যেন তিথীর মত আর কাউকে আমাদের হারাতে না হয়। Share this:TwitterFacebook Related posts: করোনা প্রতিরোধে গৌরীপুর পৌর মেয়র সৈয়দ রফিকুল ইসলামের প্রশংসনীয় উদ্যোগ গৌরীপুর পৌরসভার মেয়র প্রার্থী সৈয়দ রফিকুল ইসলাম’র মতবিনিময় গৌরীপুরে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন ইউএনও মিথ্যা ও বিভ্রান্তিকর সংবাদে ক্ষুব্দ গৌরীপুরের রাইস মিল মালিকরা গৌরীপুরে পুকুর বেদখল: গ্রাম আদালতে মামলা গৌরীপুরে নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে পুলিশের সমাবেশ গৌরীপুরে এসএসসি’র চার পরীক্ষার্থী নিয়ে তোলপাড়! গৌরীপুরে বিদ্যালয়ের বিদ্যুৎ সংযোগ ব্যবহার করে চালাচ্ছে সেচ যন্ত্র গৌরীপুরে নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে সমাবেশ গৌরীপুর কাঁচা বাজার সমিতি গঠিত গৌরীপুর সরকারী কলেজ অভ্যন্তরে প্রাচীন স্থাপনা না ভাঙ্গার দাবী চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সঙ্গে মতবিনিময় SHARES Matched Content দেশের খবর বিষয়: গৌরীপুরপৌর মেয়রমতবিনিময়সড়ক দুর্ঘটনা প্রতিরোধসৈয়দ রফিক