গৌরীপুর পৌরসভায় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন ওরিয়েন্টেশন ও পরিকল্পনা সভা

প্রকাশিত: ৭:২৬ অপরাহ্ণ, জানুয়ারি ৭, ২০২০

গৌরীপুর(ময়মনসিংহ)প্রতিনিধি : ১১ জানুয়ারী ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন সফল করতে মঙ্গলবার (৭ জানুয়ারী) বেলা ১১ টায় গৌরীপুর পৌরসভার হল রুমে ওরিয়েন্টেশন ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। পরিকল্পনাসভায় আগামী ১১ জানুয়ারী গৌরীপুর পৌরসভায় ২৪টি অস্থায়ী ও দুটি ভ্রাম্যমান কেন্দ্রে ৩৬৮ জন ৬-১১ মাস বয়সী এবং ৩ হাজার ৭৯ জন ১২-৫৯ মাস বয়সী শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

গৌরীপুর পৌরসভার প্যানেল মেয়র দেওয়ান মাসুদুর রহমান খান সুজনের সভাপতিত্বে ও টিকাদানকারী সুপারভাইজার উম্মে জহুরা আক্তার নূরের সঞ্চালনায় পরিকল্পনা সভায় বক্তব্য দেন, পৌর কাউন্সিলর এস আলী আহাম্মদ, মাসুদ মিয়া রতন, আতাউর রহমান আতা, নুরুল ইসলাম, পৌর মহিলা কাউন্সিলর শিউলী চৌধুরী, পৌরসভার ভারপ্রাপ্ত সচিব মদন মোহন দাস, সূর্যের হাসি ক্লিনিকের ম্যানেজার তৌহিদুল ইসলাম, এডরার প্রশিক্ষক রোকসানা আক্তার প্রমুখ।