হালুয়াঘাটে বিদ্যুৎস্পর্শে প্রাণ গেল শ্রমিকের দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ১২:৩১ পূর্বাহ্ণ, মে ১৯, ২০২৪ হালুয়াঘাট (ময়মনসিংহ) প্রতিনিধিঃ ময়মনসিংহের হালুয়াঘাটে পল্লী বিদ্যুৎ সাব-ষ্টেশনে নতুন খুঁটি স্থাপন করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সোহাগ মিয়া (৩০) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। এসময় আহত হয়েছেন আরো ১ জন। শনিবার (১৮ মে) সকাল ১০ টার দিকে উপজেলার দড়ি নগুয়া এলাকায় পল্লী বিদ্যুৎ হালুয়াঘাট উপকেন্দ্রে এ দূর্ঘটনা ঘটে। নিহত সোহাগ মিয়া পাশর্^বর্তী ফুলপুর উপজেলার ইমাদপুর এলাকার আমিনের ছেলে। অপরদিকে আহত অলি একই উপজেলার নৈহাটি গ্রামের শাহাবুদ্দিনের পুত্র বলে জানা যায়। আহত অলি কে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে বলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেন। উপকেন্দ্রে দায়িত্বে থাকা লাইনম্যান মোবারক জানান, উপকেন্দ্রটিতে ঠিকাদারের মাধ্যমে বিদ্যুতের খুটি নির্মাণের কাজ চলমান ছিল। কাজ চলাকালীন নির্মাণের শ্রমিকদের কাজের সুবিধার্থে উপজেলার সকল ফিডার বন্ধ করে দেয়া হয়। এ সময় বিদ্যুৎ সংযোগ বন্ধ ভেবে শ্রমিকরা নতুন খুঁটি স্থাপনের কাজ শুরু করেন। নতুন খুঁটিটি দাঁড় করানোর সময় সেটি হেলে বৈদ্যুতিক তারের ওপর পড়লে তা বিদ্যুতায়িত হয়ে যায়। এসময় সোহাগসহ আরো এক শ্রমিক বিদ্যুৎস্পৃষ্ট হয়। পরে তাদেরকে অন্যান্য শ্রমিক ও স্থানীয়দের সহায়তায় নিকটস্থ হালুয়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক সোহাগকে মৃত ঘোষণা করেন। এ বিষয়ে ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি-৩ এর হালুয়াঘাট জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার মো. নুরুল হুদা জানান, উপকেন্দ্রে আপগ্রেডের কাজ চলমান রয়েছে। যারা কাজে নিয়োজিত ছিলেন তারা অসীম সাহসিকতা দেখাতে গিয়ে এ দূর্ঘটনার কবলে পড়েন। সর্তকতা অবলম্বন করে কাজটি করলে এমনটি হতো না। নিহত ব্যক্তি যে তারের সংস্পর্শে মারা যায় সেটি প্রায় ১১ হাজার ভোল্ট ক্ষমতা সম্পন্ন ছিল। হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহাবুবুল হক জানান, সংশ্লিষ্ট দপ্তর বা পরিবারের পক্ষ থেকে কেউ এ বিষয়ে থানা পুলিশকে অবহিত করেন নি। Share this:FacebookX Related posts: হালুয়াঘাটে গণপরিবহন ঠেঁকাতে বসানো হচ্ছে অস্থায়ী চেক পোস্ট হালুয়াঘাটে আরো একজন করোনায় আক্রান্ত,মোট আক্রান্ত ২৬ হালুয়াঘাটে বিদ্যুৎস্পৃষ্টে এক জনের মৃত্যু হালুয়াঘাটে করোনায় আক্রান্ত ২৩৬,মৃত্যু-১ হালুয়াঘাটে সনাতন যুব সংঘের সাথে এমপির মতবিনিময় অনুষ্ঠিত হালুয়াঘাটে দুযোর্গ প্রশমন দিবস পালিত হালুয়াঘাটে প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির উদ্যোগে বৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হালুয়াঘাটে সনাতন ধর্মালম্বীদের প্রতিবাদ মিছিল ও স্মারকলিপি প্রদান হালুয়াঘাটে ময়মনসিংহ অঞ্চলের ফসলের নিবিড়তা বৃদ্ধিকরণ প্রকল্পের কর্মশালা অনুষ্ঠিত হালুয়াঘাটে জোর পূর্বক জমি দখলের চেষ্টা, স্বামী-স্ত্রীসহ আহত-৩ হালুয়াঘাটে বিএনপি জামাতের অর্ধশতাধিক নেতাকর্মীর নামে মামলা, প্রধান আসামী আটক হালুয়াঘাটে গাড়ি ভাংচুর ও নাশকতার অভিযোগে বিএনপির ২ নেতাকর্মী গ্রেফতার SHARES Matched Content দেশের খবর বিষয়: প্রাণ গেল শ্রমিকেরবিদ্যুৎস্পর্শেহালুয়াঘাটে