হালুয়াঘাটে জোর পূর্বক জমি দখলের চেষ্টা, স্বামী-স্ত্রীসহ আহত-৩

প্রকাশিত: ৬:৫৭ অপরাহ্ণ, ডিসেম্বর ৩০, ২০২২

হালুয়াঘাট (ময়মনসিংহ) প্রতিনিধি ঃ ময়মনসিংহের হালুয়াঘাটে ভাড়াটে সন্ত্রাসী নিয়ে হামলা চালিয়ে জোর পূর্বক জমি দখলের চেষ্টা করে একই পরিবারে স্বামী-স্ত্রী ও ছেলেকে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে। গত মঙ্গলবার (২৭ ডিসেম্বর) দুপুরে উপজেলার নড়াইল ইউনিয়নের পূর্বনড়াইল চৌরাপাড়া গ্রামে এঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, পূর্বনড়াইল চৌরাপাড়া গ্রামের মৃত নবী হোসেনের পুত্র রমজান আলী দীর্ঘদিন যাবত সাবকাওলা দলিল মূলে প্রায় ১৮ কাঠা জমি ভূগদখল করে আসছে। গত মঙ্গলবার দিন দুপুরে রমজান আলীর বড় ভাই আব্দুর রউফগং স্থানীয় ভাড়াটে সন্ত্রাসী নিয়ে হামলা চালিয়ে জোর পূর্বক জমিতে খুঁটি মেরে দখলের চেষ্টা করেন। এসময় রমজান আলী ও তার স্ত্রী বাঁধা প্রদান করতে গেলে তাদের কে পিটিয়ে আহত করে। পরে স্থানীয়রা ঘটনাস্থল থেকে উদ্বার করে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করেন।

এ বিষয়ে আহত রমজান আলী ও তার স্ত্রী রেহেনা খাতুন বলেন, আব্দুর রউফ স্থানীয় ভাড়াটে সন্ত্রাসী নিয়ে হামলা চালিয়ে জোর পূর্বক জমিতে খুঁটি মেরে দখলের চেষ্টা করার সময় আমরা বাঁধা প্রদান করলে আমাদের হামলা চালিয়ে পিটিয়ে আহত করে বসত ঘরে প্রবেশ করে ট্যাংকে থাকা তিন লক্ষ টাকা চুরি করে নিয়ে যায়। এ বিষয়ে কোন মামলা মোকাদ্দমা করিলে আমাদের সবাইকে হত্যা করে লাশ গুম করার হুমকি প্রর্দশন করে। বর্তমানে আমরা নিরাপত্তাহীনতায় দিনাতিপাত করছি। ভুক্তভোগী পরিবারটি প্রশাসনের নিকট সুবিচার কামনা করেন।

রমজান আলীর বড় ভাই আব্দুর রউফ এর বাড়িতে গিয়ে ঘটনার বিষয়ে জানতে গেলে সাংবাদিকদের উপস্থিতি টের পেয়ে বাড়ি থেকে পালিয়ে যান। তার স্ত্রী ফরিদা খাতুন ও মেয়ে ফারজানা জানায়, তাদের ওয়ারিশান সূত্রে প্রাপ্ত জমিটি জোরপূর্বক বেদখল করে আছে। তাই তারা জমিটি উদ্বার করতে গিয়ে ছিলেন। জমিতে খুটি মারার সময় বাঁধা প্রদান করতে গেলে তাদের সাথে মারামারির ঘটনা ঘটে। তারাও ন্যায় বিচার দাবি করেন।

এ বিষয়ে হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহিনুজ্জামান খাঁন বলেন, ঘটনার বিষয়ে কোন লিখিত অভিযোগ তিনি পাননি অভিযোগ পেলে তদন্ত পূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।