হালুয়াঘাটে সনাতন ধর্মালম্বীদের প্রতিবাদ মিছিল ও স্মারকলিপি প্রদান

প্রকাশিত: ১:৪৩ অপরাহ্ণ, অক্টোবর ২৬, ২০২১
হালুয়াঘাটে সনাতন ধর্মালম্বীদের প্রতিবাদ মিছিল ও স্মারকলিপি প্রদান

হালুয়াঘাট (ময়মনসিংহ)প্রতিনিধি : ময়মনসিংহের হালুয়াঘাটে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ হালুয়াঘাট উপজেলা শাখার উদ্যোগে প্রতিবাদ মিছিল ও স্মারকলিপি প্রদান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৬ অক্টোবর) দুপুরে মিছিলটি কেন্দ্রীয় নাটমন্দির থেকে শুরু করে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্বরে বিক্ষোভ সমাবেশ, মানববন্ধন ও সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ হালুয়াঘাট উপজেলা শাখার সাধারণ সম্পাদক অধ্যাপক অশোক সরকার অপু’র সঞ্চালনায় ও বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ হালুয়াঘাট উপজেলা শাখার সভাপতি অধ্যাপক জয়দেব দত্ত’র সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশ, মানববন্ধন ও সংক্ষিপ্ত আলোচনা সভায় উপস্থিত ছিলেন, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ হালুয়াঘাট উপজেলা শাখার উপদেষ্টা কমিটির আহবায়ক শ্রী মদন মোহন সরকার, সহ-সভাপতি শ্রী নরেশ চন্দ্র সরকার, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ হালুয়াঘাট উপজেলা শাখার যুগ্ম-সাধারণ সম্পাদক চয়ন সরকার, সাংগঠনিক সম্পাদক সমীর সরকার লিটন প্রমূখ। এছাড়াও বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ হালুয়াঘাট উপজেলা শাখার সকল সদস্য ও সর্বস্তরের সনাতন ধর্মাবলম্বী ব্যক্তিগণ বিক্ষোভ সমাবেশ উপস্থিত ছিলেন।

দৈনিক সময় সংবাদ

হালুয়াঘাটে সনাতন ধর্মালম্বীদের প্রতিবাদ মিছিল ও স্মারকলিপি প্রদান


এ সময় বক্তারা কুমিল্লাসহ দেশের বিভিন্ন জেলায় প্রতিমা ও মন্দির ভাঙচুর, ধর্ষণ, লুটপাট এবং অগ্নিসংযোগকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। কুমিল্লার ঘটনার মূলহোতা ইকবালের ফাঁসির দাবি জানানো হয়।

এছাড়াও সংখ্যালঘু সুরক্ষা আইন পাশ ও সংখ্যালঘু মন্ত্রণালয় গঠনের দাবি জানান বক্তারা।
দৈনিক সময় সংবাদ

হালুয়াঘাটে সনাতন ধর্মালম্বীদের প্রতিবাদ মিছিল ও স্মারকলিপি প্রদান


মানববন্ধন ও প্রতিবাদ সভা শেষে বিক্ষোভ মিছিল সহকারে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে প্রধানমন্ত্রী বরাবরে সংখ্যালঘুদের নিরাপত্তার দাবি নিয়ে স্মারকলিপি প্রদান করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজাউল করিম সংখ্যালঘুদের নিরাপত্তার বিষয়ে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহন করেছেন বলে সকলকে আশ্বাস্ত করেন। অত্র উপজেলায় কোন অপ্রিতিকর ঘটনা ঘটে নি। অত্র এলাকার মানুষ শান্তি প্রিয়, আমরা চাই সকলের সাথে সম্প্রিতির বন্দন।