হালুয়াঘাটে প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির উদ্যোগে বৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত

প্রকাশিত: ২:২৯ পূর্বাহ্ণ, অক্টোবর ১৭, ২০২১

দেওয়ান নাঈম,হালুয়াঘাট প্রতিনিধি;বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির হালুয়াঘাট উপজেলা শাখার উদ্যোগে বৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণ,নবাগত শিক্ষকদের বরণ,বিদায়ী শিক্ষকদের সম্মাননা প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৬ই অক্টোবর) সকালে উপজেলা অডিটোরিয়াম হলরুমে বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি হালুয়াঘাট উপজেলা শাখার সভাপতি মোঃ আক্তার হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ-১ (হালুয়াঘাট ও ধোবাউড়া)আসনের সংসদ সদস্য জুয়েল আরেং।

বিশেষ হিসেবে উপস্থিত অতিথি ছিলেন, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা কবিরুল ইসলাম বেগ,পৌর মেয়র খায়রুল আলম ভূঞা,উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোর্শেদ আনোয়ার খোকন,উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার স্বপন কুমার সূত্রধর, হালুয়াঘাট থানা অফিসার ইনচার্জ মো. শাহীনুজ্জামান খানসহ বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি হালুয়াঘাট উপজেলা শাখার নেতৃবৃন্দ প্রমূখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি হালুয়াঘাট উপজেলা শাখার সাধারন সম্পাদক মাজাহারুল ইসলাম।

এসময় ২০১৮থেকে ২০২০সালে নিয়োগ প্রাপ্ত নবীন শিক্ষকদের বরণ ও ২০১৯ থেকে ২০২১ সাল পর্যন্ত অবসর প্রাপ্ত শিক্ষকদের বিদায় সম্মাননা প্রদান ও বিভিন্ন স্কুলের ৫১ জন ছাত্র-ছাত্রীদের মাঝে বৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণ করা হয়।