সোনার দাম আবার বাড়ল দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ১২:৩৮ পূর্বাহ্ণ, মে ১৯, ২০২৪ অনলাইন ডেস্ক : দেশের বাজারে সোনার দাম আবার বাড়ল। ভালো মানের সোনা ভরিপ্রতি ১ হাজার ১৭৮ টাকা বাড়িয়ে সোনার নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। শনিবার এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। নতুন দাম অনুযায়ী, ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ১ লাখ ১৮ হাজার ৪৬০ টাকা নির্ধারণ করা হয়েছে।বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমানের সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্থানীয় বাজারে তেজাবি সোনার (পাকা স্বর্ণ) দাম বেড়েছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে। যা আগামীকাল রোববার (১৯ মে) থেকে কার্যকর হবে। নতুন দর অনুযায়ী, ২২ ক্যারেটের (১১ দশমিক ৬৬৪ গ্রাম) প্রতি ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ১৮ হাজার ৪৬০ টাকা। পাশাপাশি ২১ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ১৩ হাজার ৮২ টাকা, ১৮ ক্যারেটের ৯৬ হাজার ৯১৬ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ৮০ হাজার ১৩২ টাকা। এর আগে গত ৬ ও ৫ মে দু’দফায় সোনার দাম বাড়ানো হয়। এরমধ্যে ৬ মে প্রতি ভরি সোনার দাম ৭৩৫ টাকা এবং ৫ মে প্রতি ভরি সোনার দাম ১ হাজার ৫০ টাকা বাড়ানো হয়। এরপর ৪৮ ঘণ্টার মাথায় গত ৭ মে ভরিপ্রতি সাড়ে চার হাজার টাকা বাড়ানো হয়েছিল। সবশেষ গত ১১ মে ভরিতে ১ হাজার ৮৩১ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ১ লাখ ১৭ হাজার ২৮২ টাকা নির্ধারণ করা হয়েছিল। যা পরদিন ১২ মে থেকে কার্যকর হয়। Share this:FacebookX Related posts: দেশের বাজারে কমেছে সোনার দাম দোকানপাট খোলা থাকবে রাত ৯টা পর্যন্ত সোমবার থেকে ব্যাংক লেনদেন সকাল ১০টা থেকে ৩টা দুধসহ সব ধরনের পণ্যের দাম বাড়াল মিল্ক ভিটা ফের বাড়লো ডলারের দাম আরও কমবে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৭ বছরে সর্বনিম্ন রিজার্ভ সিগারেট, ভ্যাপের দাম বাড়বে, অপরিবর্তিত বিড়ি ডলারের বিপরীতে টাকার সর্বোচ্চ পতন ১২ কেজির এলপি গ্যাস এখন ৯৯৯ টাকা যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য সম্প্রসারণে আগ্রহী এফবিসিসিআই ৮ দফা কমার পর বাড়লো সোনার দাম SHARES Matched Content অর্থ বাণিজ্য বিষয়: আবার বাড়লসোনার দাম