হালুয়াঘাটে বিএনপি জামাতের অর্ধশতাধিক নেতাকর্মীর নামে মামলা, প্রধান আসামী আটক দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ১২:৫২ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ১০, ২০২৩ হালুয়াঘাটে বিএনপি জামাতের অর্ধশতাধিক নেতাকর্মীর নামে মামলা প্রধান আসামী আটক জোটন চন্দ্র ঘোষ, হালুয়াঘাট : ময়মনসিংহের হালুয়াঘাটে বিএনপি জামাতের অর্ধশতাধিক নেতাকর্মীর নামে বিস্ফোরণ, নৈরাজ্য ও নাশকতার অভিযোগে মামলা দায়ের করেছেন হালুয়াঘাট থানা পুলিশ। গতকাল শুক্রবার রাতে প্রধান আসামী আক্তার হোসেনকে আটক করেছে থানা পুলিশ। গ্রেফতারকৃত প্রধান আসামী হলেন- উপজেলার জুগলী ইউনিয়নের তালতলা গ্রামের মৃত নায়েব আলীর পুত্র আক্তার হোসেন (৫০) । এ ঘটনায় প্রধান আসামীকে আটক করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। শুক্রবার (৮ সেপ্টেম্বর) রাত আনুমানিক ৯ টার দিকে উপজেলার জামগড়া গ্রামে হালুয়াঘাট-নালিতাবাড়ী সড়কে দুইটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে রাস্তায় যানবাহন চলাচল ও জনমনে আতঙ্ক সৃষ্টি করেন বিএনপি জামাতের অর্ধশতাধিক নেতাকর্মী। এ ঘটনায় হালুয়াঘাট থানার উপ-পরিদর্শক মাহবুবুল আলম বাদী হয়ে ২৭ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত নামা আরো ৪০-৫০ জনকে আসামী করে ১৯৭৪ সনের বিশেষ ক্ষমতা আইনের ১৫(৩)তৎসহ বিস্ফোরক আইন ১৯০৮ সংশোধনী ২০০২ এর ৩/৪/৬ ধারায় একটি মামলা দায়ের করেন। বিষয়টি নিশ্চিত করেছেন হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন চন্দ্র রায়। থানা পুলিশের দায়েরকৃত অভিযোগ সূত্রে জানা যায়, হালুয়াঘাট-নালিতাবাড়ী সড়কের জামগড়া গ্রামে জৈনক বাবুলের বালু মহালের ফাঁকা মাঠে বিএনপি ও জামাত জোটের কতিপয় নেতাকর্মী সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড বাঁধা প্রদান করার অভিপ্রায়ে নাশকতা সৃষ্টির শলাপরামর্শ করা সহ তা বাস্তবায়নের জন্য বিভিন্ন অস্ত্রসস্ত্র ও বিস্ফোরক জাতীয় দ্রবাদি নেতাকর্মীদের মধ্যে বিতরণের জন্য সমবেত হইতেছে। উক্ত ঘটনার প্রেক্ষিতে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সেখানে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গেলে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে অরাজকতা পরিবেশ সৃষ্টি করে। এ সময় পরপর দুইটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে রাস্তায় যানবাহন চলাচল ও জনমনে আতঙ্ক সৃষ্টি করেন। এ ঘটনায় সম্পৃক্ততার থাকার অভিযোগে তাদের বিরুদ্ধে অত্র থানায় মামলা দায়ের করা হয় বলে জানান মামলার তদন্ত কর্মকর্তা হালুয়াঘাট থানার উপ-পরিদর্শক আতোয়ার রহমান। এ বিষয়ে হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন চন্দ্র রায় বলেন, ককটেল বিস্ফোরণ ও জনমনে আতঙ্ক সৃষ্টির অভিযোগে মামলা করা হয়েছে। এ ঘটনায় আটক ব্যক্তিকে আজ আদালতে প্রেরণ করা হয়েছে, অন্যান্য আসামিদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত আছে। অত্র এলাকায় জনগণের জানমালের নিরাপত্তার স্বার্থে সার্বক্ষণিক কাজ করে যাচ্ছে থানা পুলিশ। Share this:FacebookX Related posts: হালুয়াঘাটে সৎ পিতা কর্তৃক শিশুপুত্র অপহরণ,মায়ের নিকট মুক্তিপণ দাবি আটক-২ হালুয়াঘাটে স্ত্রী হত্যার দায়ে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক স্বামী গ্রেফতার হালুয়াঘাটে ১০ জুয়াড়ি ও সাজাপ্রাপ্ত আসামিসহ আটক-১৭ হালুয়াঘাটে চাঁদা আদায়ের অভিযোগে পৌর কাউন্সিলরসহ আটক-২ হালুয়াঘাটে বিপুল পরিমাণ ভারতীয় মদসহ তিন মাদক ব্যবসায়ী আটক হালুয়াঘাটে ১৫৫ পিস ইয়াবাসহ ৭ মাদক ব্যবসায়ী আটক তারাকান্দায় ৩ বৎসরের শিশু ধর্ষণ মামলার প্রধান আসামী আটক হালুয়াঘাটে ২৭৯ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী জনি গ্রেফতার হালুয়াঘাটে স্কুল ছাত্রী ধর্ষনের অভিযোগে আটক-১,মামলা প্রত্যাহার করতে হুমকি হালুয়াঘাটে প্রতিপক্ষকে ফাঁসাতে শ্বশুরকে হত্যা করলেন মেয়ের জামাই হালুয়াঘাটে প্রকাশ্যে ঘুরছে ধর্ষণ চেষ্টার আসামি, এক মাসেও গ্রেফতার করতে পারেনি পুলিশ হালুয়াঘাটে বিয়ের প্রলোভনে তিন শিক্ষার্থীকে অপহরণ গ্রেফতার-৩ SHARES Matched Content অপরাধ বিষয়: অর্ধশতাধিকজামাতেরনেতাকর্মীর নামেপ্রধান আসামী আটকবিএনপিমামলাহালুয়াঘাটে