হালুয়াঘাটে করোনায় আক্রান্ত ২৩৬,মৃত্যু-১

প্রকাশিত: ১:০৯ অপরাহ্ণ, জুলাই ১১, ২০২১

জোটন চন্দ্র ঘোষ, হালুয়াঘাট : ময়মনসিংহের হালুয়াঘাটে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকতা ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর মেডিকেল অফিসারসহ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন এ পর্যন্ত ২৩৬ জন। চিকিৎসা নিয়ে সুস্থ্য হয়েছেন ২১৬ জন।

হোমকোয়ারেন্টাইন ও আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছেন ২০ জন। গত তিনদিনে আক্রান্ত হয়েছেন ২১ জন। বিষয়টি নিশ্চিত করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মুনির আহমেদ ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রেজাউল করিম।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মুনির আহমেদ রবিবার (১১ জুলাই) দুপুরে এ প্রতিবেদককে বলেন, হালুয়াঘাট থেকে এ পর্যন্ত ১৫১০ জনের নমূনা পরীক্ষার জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজের মাইক্রোবায়োলজি বিভাগের পিসিআর ল্যাবে পাঠানো হয়। পরীক্ষায় ২৩৬ জনের করোনা শনাক্ত হয়। করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু বরণ করেছেন ১ জন । করোনায় আক্রান্ত রোগীদের হোম কোয়ারেন্টাইন ও আইসোলেশনে চিকিৎসা প্রদান করা হচ্ছে। করোনা টেষ্টে পজেটিভ আসলেও সকলেই সুস্থ আছেন। গত বছরের ১৬ এপ্রিল অত্র উপজেলায় প্রথম করোনা আক্রান্ত রোগী সনাক্ত হয় বলে তিনি জানান।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রেজাউল করিম বলেন, উপজেলা প্রসাশনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা করোনা ভাইরাসে আক্রান্ত এ পর্যন্ত ২৩৬ জন। চিকিৎসা নিয়ে সুস্থ্য হয়েছেন ২১৬ জন। হোমকোয়ারেন্টাইন ও আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছেন ২০ জন। মৃত্যু বরণ করেছেন ১ জন। মরণঘাতী করোনা ভাইরাস থেকে মুক্ত থাকতে সকলকে মাস্ক ব্যবহার ও সামাজিক দুরুত্ব নিশ্চিত করতে আহবান জানান তিনি।