হালুয়াঘাটে গাড়ি ভাংচুর ও নাশকতার অভিযোগে বিএনপির ২ নেতাকর্মী গ্রেফতার

প্রকাশিত: ৫:১০ অপরাহ্ণ, অক্টোবর ৩০, ২০২৩
হালুয়াঘাটে গাড়ি ভাংচুর ও নাশকতার অভিযোগে বিএনপির ২ নেতাকর্মী গ্রেফতার

জোটন চন্দ্র ঘোষ, হালুয়াঘাট : ময়মনসিংহের হালুয়াঘাটে গাড়ি ভাংচুর ও নাশকতার অভিযোগে অভিযান চালিয়ে ২জন বিএনপির নেতাকর্মীকে গ্রেফতার করেছেন হালুয়াঘাট থানা পুলিশ। রবিবার (২৯ অক্টোবর) দিবাগত রাতে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- হালুয়াঘাট উপজেলার ধারা ইউনিয়নের ময়মনসিংহ উত্তর জেলা সেচ্ছাসেবক দলের সদস্য নজরুল ইসলাম (৩৫) ও নড়াইল ইউনিয়নের ময়মনসিংহ উত্তর জেলা যুব দলের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক হুমায়ুন মিয়া( ৪৫)।

হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন চন্দ্র রায় বলেন, গতকাল রবিবার সন্ধার পর উপজেলার ধারা বাজারে বিএনপির ঝটিকা মিছিল থেকে ককটেল বিস্ফোরণ করে কয়েকটি বাস গাড়ি ও অটোরিকশা ভাংচুর করে নাশকতার চেষ্টা চালায়। এ সময় পুলিশের সাথে সংঘর্ষের চেষ্টা করেন। এ ঘটনায় অত্র থানায় ৩০ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতনাম আরো ৫০ জনকে আসামী করে হালুয়াঘাট থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করে ২ জনকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে একাদিক নাশকতার মামলা রয়েছে। সোমবার গ্রেফতারকৃতদের আদালতে পাঠানো হয়েছে।