গৌরীপুরে পরাজিত প্রার্থী সোমনাথ সাহা নেতাকর্মীদের সাথে মতবিনিময় করলেন দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ১১:৪৫ অপরাহ্ণ, জানুয়ারি ১৫, ২০২৪ অনলাইন ডেস্ক : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ-৩, গৌরীপুর আসনে ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোমনাথ সাহা পরাজয়ের পর নেতাকর্মীদের সাথে মতবিনিময় করেছেন। নির্বাচনে নিরলস পরিশ্রম ও সর্বাত্মক সহযোগিতা করার জন্য সকল নেতা-কর্মী ও সমর্থকদের প্রতি ধন্যবাদ জ্ঞাপন এবং কৃতজ্ঞতা প্রকাশ করেন সোমনাথ সাহা। সোমবার(১৫ জানুয়ারী) বিকালে গুঁজিকা নিজ ব্যবসা প্রতিষ্ঠান আরএমজি অটোরাইস মিল প্রাঙ্গণে অনুষ্ঠিত এ সমাবেশে হাজারো কর্মী-সমর্থক সমবেত হয়েছিলেন। উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদের সভাপতিত্বে ও রামগোপালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাকের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন- ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সদস্য ও গৌরীপুর উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান রাবেয়া ইসলাম ডলি, গৌরীপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ম. নুরুল ইসলাম, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলী আহাম্মদ খান পাঠান সেলভী, ময়মনসিংহ জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক তানজীর আহমেদ রাজীব, গৌরীপুর উপজেলা মহিলা আওয়ামী লীগের আহবায়ক শিউলী চৌধুরী, গৌরীপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সোহেল রানা, অচিন্তপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আহাম্মদ উল্লাহ, রামগোপালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল্লাহ আল আমিন জনি, বোকাইনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আল মুক্তাদির শাহিন, উপজেলা ছাত্র লীগের সাবেক সহসভাপতি নাজিমুল ইসলাম শুভ প্রমুখ। Share this:FacebookX Related posts: গৌরীপুরে ২৭১জন অসহায় মটর শ্রমিকদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ গৌরীপুরে ‘ডোর টু ডোর রিলিফ সার্ভিস’ সাময়িক স্থগিত ঘোষণা! গৌরীপুরে পৌর মেয়র সৈয়দ রফিকুল ইসলামের ত্রাণ বিতরণ অব্যাহত গৌরীপুরে ধান ক্রয়ের ব্যবসা প্রতিষ্ঠান রাত ৯ টা পর্যন্ত খোলা রাখার দাবী গৌরীপুরে কৃষকের ধান কাটলেন কৃষকলীগের নেতাকর্মীরা গৌরীপুরে অসহায়দের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ গৌরীপুরে কাঁদামাটি মাড়িয়ে ধান কাটলো ছাত্রলীগের কর্মীরা গৌরীপুরে স্কুল ছাত্রী ধর্ষণ চেষ্টা, গার্মেন্টস কর্মী ও গৃহবধূ ধর্ষণের ঘটনায় ৩ জন গ্রেফতার গৌরীপুরে ভ্রাম্যমাণ আদালতে সাতজনকে দন্ডাদেশ গৌরীপুরে নব-নির্বাচিত পৌর মেয়রকে নাগরিক সংবর্ধনা প্রদান গৌরীপুরে লক্ষ টাকার রেইনট্রি গাছ আটক গৌরীপুরে লাইসেন্স বিহীন দুই হ্যাচারি মালিককে অর্থদণ্ড SHARES Matched Content দেশের খবর বিষয়: গৌরীপুরেনেতাকর্মীদের সাথে মতবিনিময় করলেনপরাজিত প্রার্থী সোমনাথ সাহা