গৌরীপুরে অসহায়দের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ

প্রকাশিত: ৬:৪১ অপরাহ্ণ, এপ্রিল ২৪, ২০২০

কমল সরকার”গৌরীপুর ; ময়মনসিংহের গৌরীপুরের কৃতি সন্তান জাতীয় পাটির কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্বাস্থ্য, পরিবার পরিকল্পনা ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডাঃ মোঃ মোস্তাফিজুর রহমান আকাশের পক্ষে পবিত্র রমজান উপলক্ষে অসহায়দের মাঝে ত্রান সামগ্রী বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (২৪ এপ্রিল) চলমান এ কার্যক্রমের উদ্বোধন করেন ময়মনসিংহের গৌরীপুর উপজেলা আওয়ামী লীগ’র যুগ্ম সাধারণ সম্পাদক ইকবাল হোসেন জুয়েল।

প্রাথমিক অবস্থায় পৌর শহরের ছয়গন্ডা এলাকায় ৩শ জন অসহায় নারী- পুরুষদের মাঝে চাল,ডাল,মুড়ি,তৈল ও সাবান বিতরণ করা হয়। উল্লেখ্য করোনা সংকট শুরু’র পরপরেই ডাঃ আকাশ’র পক্ষে অসহায় দরিদ্র প্রায় ৩ শতাধিক মানুষের মাঝে হ্যান্ড স্যানিটাইজার,সাবান, মাক্সসহ আর্থিক সহায়তা প্রদান করা হয়। এ ছাড়া তিনি বেশ কিছু পিপিই বিতরণ করেছেন।

ডাঃ মোস্তাফিজুর রহমান আকাশ জানিয়েছেন প্রাথমিক পর্যায়ে ত্রান সহায়তা শুরু করেছেন মাত্র। পবিত্র রমজান উপলক্ষে এ ত্রান সহায়তা পর্যায়ক্রমে সারা উপজেলার অসহায় দরিদ্র মানুষের মাঝে বিতরণ অব্যাহত থাকবে।

ত্রান কার্যক্রমে উপস্থিত ছিলেন ডাঃ আকাশ’র বোন সমাজ সেবিকা সামছুন্নাহার, সমাজ সেবক আব্দুল হাই,গৌরীপুর সরকারী কলেজের সাবেক জিএস মাজহারুল ইসলাম টুটুল,আওয়ামী লীগ নেতা নাবিল সরকার নাহিদ,জাতীয় পার্টীর নেতা জহিরুল হুদা লিটন,সাংবাদিক আনোয়ার হোসেন শাহীন,হুমায়ুন কবির প্রমুখ।