গৌরীপুরে পৌর মেয়র সৈয়দ রফিকুল ইসলামের ত্রাণ বিতরণ অব্যাহত

প্রকাশিত: ৩:৫৩ অপরাহ্ণ, এপ্রিল ১৭, ২০২০

কমল সরকার’ গৌরীপুর : প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী ব্যক্তিগত উদ্যোগে ময়মনসিংহের গৌরীপুর পৌরসভার মেয়র সৈয়দ রফিকুল ইসলাম অসহায়দের ঘরে ঘরে খাদ্য পৌঁছে দেওয়ার কাজ অব্যাহত রেখেছেন। ইতোমধ্যেই পৌর শহরের ৯টি ওয়ার্ডের দিনমজুর,কর্মহীন’ চা বিক্রেতা ,রিকশা, ভ্যান,অটু,সিএনজি চালক,পরিবহন শ্রমিক, অসহায়, বয়োবৃদ্ধ ও প্রতিবন্ধী ব্যক্তিবর্গের ঘরে ঘরে ২ হাজার খাদ্য সামগ্রীর প্যাকেট পৌঁছে দেয়া হয়েছে।

খাদ্য সামগ্রীর মাঝে রয়েছে ৫ কেজি চাল,আধাকেজি ডাল,১কেজি আলু,সাবান ও মাক্স।এছাড়া সরকারি অনুদানের ৪ টন চাল ৮শ পরিবারের মাঝে বিতরণ করা হয়।

ময়মনসিংহের গৌরীপুর পৌর সভার মেয়র সৈয়দ রফিকুল ইসলাম সাংবাদিকদের জানান পৌরসভার প্রত্যেক ওয়ার্ডে যারা এখনো ত্রাণসামগ্রী পাননি তাদের মাঝেও বিতরণ করার প্রস্তুতি চলছে। তিনি বলেন বিগত কয়েক দিন থেকে পৌরসভার ৯ টি ওয়ার্ডে ত্রাণ বিতরণ এর জন্য কার্যক্রম পরিচালনা করে আসছেন। পৌর মেয়র আরো বলেন, যে সকল ব্যক্তিবর্গ সহযোগিতা পাবার যোগ্য আমরা আন্তরিকভাবে চেষ্টা করছি সকলের কাছে এই উপহার পৌঁছে দেয়ার।চাহিদা বেশী থাকায় যা সবার কাছে পৌঁছানো এখনো সম্ভব হয় নি।

আমরা চেষ্টা করছি সকল অসহায় লোকজনের কাছে সহায়তা পৌঁছানোর জন্য। তিনি সকলকে আশ্বাস দিয়ে বলেন সরকারি বরাদ্দ পাবার সাথে সাথেই আমরা আপনার ঘরে পৌছে দিবো ত্রাণ সহায়তা। তিনি এ করোনা সংকট মোকাবেলায় সকল পৌরবাসীকে ধৈর্য ধারণ করে ঘরে থাকার আহ্বান জানান।