গৌরীপুরে ‘ডোর টু ডোর রিলিফ সার্ভিস’ সাময়িক স্থগিত ঘোষণা! দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৬:১৪ অপরাহ্ণ, এপ্রিল ১২, ২০২০ গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি : কর্মহীনরা দুস্থ নয়; ছিন্নমূল মানুষের মতো ত্রাণের জন্য যেতেও পারছেন না। করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে এসব মানুষ ক্ষনিকের জন্য নিঃস্ব। ‘দিন আনে-দিন খায়’ হলেও অন্যের নিকট হাত বাড়ায় না, হাতের মুছে চোখের পানি এমন মানুষদের জন্য উপজেলা পরিষদ ও প্রশাসনের উদ্যোগে চালু করা ‘ডোর টু ডোর রিলিফ সার্ভিস’ কর্মসূচী রোববার (১১এপ্রিল/২০২০) সাময়িক বন্ধ ঘোষণা করেছেন উপজেলা চেয়ারম্যান মোঃ মোফাজ্জল হোসেন খান। তিনি সাংবাদিকদের জানান, গত ৭ এপ্রিল থেকে চালু হওয়া এ কর্মসূচীর অধিনে ম্যাসেজ ও হটলাইনে কল এসেছে ৯হাজার ৪৬২টি। ইতোমধ্যে যাচাই-বাছাই করে অনেকের বাড়িতে জরুরী খাদ্য সামগ্রী পাঠানো হয়েছে। সার্ভিসটি একবারে নিঃস্ব মানুষের জন্য বা ঘরে খাদ্য নেই তাদের জন্য চালু করা হয়েছিলো। সেই সার্ভিসে ৯০শতাংশ কল আসছে, যাদের ঘরে খাদ্য আছে, তাদের। এপর্যন্ত যারা আবেদন করেছেন তাদেরকে যাচাই-বাছাই করে জরুরী খাদ্য সরবরাহ করার বিষয়টি প্রক্রিয়াধীন। তবে নতুনভাবে আর কারও কল বা ম্যাসেজ নেয়া যাবে না। তিনি এ প্রসঙ্গে আরো বলেন, যদি একেবারেই কারো ঘরে খাদ্য নেই এমন কারো সমস্যা হলে সংশ্লিষ্ট ইউনিয়নের চেয়ারম্যান বা মেম্বারের সঙ্গে যোগাযোগ করার জন্য বলা হচ্ছে। এছাড়াও উপজেলা চেয়ারম্যান স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে সাময়িকভাবে এ কর্মসূচী স্থগিত করায় আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেন। Share this:FacebookX Related posts: গৌরীপুরে ঘুরাঘুরি ও দোকান খোলা রাখায় ৫জনকে জরিমানা গৌরীপুরে বিয়ের প্রলোভনে এক সন্তানের জননীকে ধর্ষণ: ধর্ষক গ্রেফতার গৌরীপুরে দরিদ্রদের বিনামূল্যে চিকিৎসাসেবা দিচ্ছেন ডা.আমান গৌরীপুরে অসহায়দের পাশে ছাত্রলীগ নেতা কামাল গৌরীপুরে ছুরিকাঘাতে নবম শ্রেনীর ছাত্র খুন গৌরীপুরে খতিব, ইমাম ও মুয়াজ্জিনসহ ১২০ জনকে সহায়তা প্রদান গৌরীপুরে ভ্রাম্যমান আদালতে জরিমানা আদায় গৌরীপুরে মাছের আরত ও চাষীপর্যায়ে মৎস্য মেলার উদ্বোধন গৌরীপুরে পৌরসভার উদ্যোগে ২য় পর্যায়ে শিশু খাদ্য বিতরণ গৌরীপুরে বিদ্যুতের কন্ট্রোল রুমে শ্রমিক অগ্নিদগ্ধ গৌরীপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উদযাপিত গৌরীপুরে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন SHARES Matched Content দেশের খবর বিষয়: ‘ডোর টু ডোরগৌরীপুরেরিলিফ সার্ভিস’সাময়িক স্থগিত ঘোষণা!