গৌরীপুরে নব-নির্বাচিত পৌর মেয়রকে নাগরিক সংবর্ধনা প্রদান দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ১১:৩৯ অপরাহ্ণ, মার্চ ৪, ২০২১ গৌরীপুরে নব-নির্বাচিত পৌর মেয়রকে নাগরিক সংবর্ধনা প্রদান গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি ; ময়মনসিংহের গৌরীপুর পৌরসভার নব নির্বাচিত মেয়র সৈয়দ রফিকুল ইসলাম টানা ৩য় বার গৌরীপুর পৌরসভার মেয়র নির্বাচিত হওয়ায় ও নব-নির্বাচিত পৌর পরিষদকে নাগরিক সংবর্ধনা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (৪ মার্চ) বিকেলে পৌরসভার ১নং ওয়ার্ডের চকপাড়া ঈদগাহ মাঠে সর্বস্তরের জনগণ এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেন। সংবর্ধনা অনুষ্ঠানে এলাকার বয়োবৃদ্ধ সালেহ উদ্দিন এর সভাপতিত্বে ও জেলা ছাত্রলীগের সাবেক সদস্য আতাউর রহমান মুরাদ এবং চকপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি প্রদীপ বাগচি’র যৌথ সঞ্চালনায় কুরআন তেলাওয়াত করেন হাজী আঃ বারী ও পবিত্র গীতা থেকে পাঠ করেন লিখন সরকার। পরে নব-নির্বাচিত মেয়র সৈয়দ রফিকুল ইসলাম নাগরিকদের ফুল ছিটিয়ে শুভেচ্ছা জানান। এ নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে এলাকাবাসীর পক্ষে ১নং ওয়ার্ডের কাউন্সিলর আব্দুর রউফ মোস্তাকিম মেয়র সৈয়দ রফিকুল ইসলামকে ফুলের তোরা দিয়ে সংবর্ধনা দেয় ও এলাকার বিভিন্ন সংগঠন এবং ব্যক্তি উদ্যোগেও শুভেচ্ছা জানায়। এসময় মঞ্চে উপস্থিত ছিলেন সংরক্ষিত কাউন্সিলর দিলুয়ারা আক্তার দিলু, রোজিনা আক্তার চৌধুরী মিতু ও ছালেহা আক্তার, সাধারণ কাউন্সিলর দেলোয়ার হোসেন বাচ্চু, মোঃ মাসুদ মিয়া রতন, জিয়াউর রহমান জিয়া, মোঃ এমরান, নাজিম উদ্দিন, সাদেকুর রহমান সাদেক, আরিফুল ইসলাম ভূঞা এনাম, পৌর যুবলীগের সভাপতি মেহেদী হাসান মিথুন, পৌর ছাত্রলীগ নেতা সৈয়দ রাফসান জনি অভি ও এলাকার স্থানীয় নেতৃবৃন্দ। এ সংবর্ধনা অনুষ্ঠানে সৈয়দ রফিকুল ইসলাম বলেন, আমার এ বিজয় আপনাদের বিজয়। আপনারা এতো প্রতীকূলতার মধ্যে ভোট দিয়ে জয়ী করেছেন তার জন্যে আপনাদেরকে জানাই বিপ্লবী শুভেচ্ছা। তিনি আরো বলেন, আপনাদেরকে সাথে নিয়ে একটি স্বচ্ছ, সুন্দর ও দুর্নীতিমুক্ত পৌরসভা গঠন করে শত ভাগ নাগরিক সেবা প্রদান করার চেষ্টা করবো, যদি আপনারা আগামী দিনগুলোতে আমার পাশে থাকেন। ### Share this:FacebookX Related posts: গৌরীপুরে ঘুরাঘুরি ও দোকান খোলা রাখায় ৫জনকে জরিমানা গৌরীপুরে বিয়ের প্রলোভনে এক সন্তানের জননীকে ধর্ষণ: ধর্ষক গ্রেফতার গৌরীপুরে দরিদ্রদের বিনামূল্যে চিকিৎসাসেবা দিচ্ছেন ডা.আমান গৌরীপুরে চার বছর পর হতদরিদ্ররা জানলেন তারা তালিকাভুক্ত উপকারভোগী গৌরীপুরে ৫ শতাধিক হতদরিদ্র ও শ্রমিকদের মাঝে খাদ্য সহায়তার উদ্বোধন গৌরীপুরে কর্মহীনদের মাঝে এমপির খাদ্য সামগ্রী বিতরন গৌরীপুরে ৬’শ দুস্থ পরিবারের খাদ্যের দায়িত্ব নিলেন জরিনা খাতুন গৌরীপুরে অসহায়দের পাশে থানার অফিসার্স ইনচার্জ বোরহান উদ্দিন গৌরীপুরে মেছো বিড়াল উদ্ধার গৌরীপুরে পৌনে ৩ কোটি টাকা ব্যায়ে বিদ্যুৎ সঞ্চালন লাইনের উন্নয়ন কাজ শুরু গৌরীপুরে মেয়রের উদ্যোগে প্রধানমন্ত্রীর জন্মদিনে দোয়া-মাহফিল গৌরীপুরে ২০ কেজি গাঁজা উদ্ধার, ২ মাদক ব্যবসায়ী আটক SHARES Matched Content দেশের খবর বিষয়: গৌরীপুরেনব-নির্বাচিতনাগরিক সংবর্ধনা প্রদানপৌর মেয়রকে