গৌরীপুরে কৃষকের ধান কাটলেন কৃষকলীগের নেতাকর্মীরা দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৭:১৩ অপরাহ্ণ, এপ্রিল ২৩, ২০২০ কমল সরকার’গৌরীপুর ; ময়মনসিংহের গৌরীপুরে বৃহস্পতিবার (২৩ এপ্রিল) কৃষকের দিনভর ধান কেটে দিলো কৃষকলীগের নেতাকর্মীরা। প্রধানমন্ত্রী কৃষকরতœ জননেত্রী শেখ হাসিনা’র নির্দেশ মোতাবেক কেন্দ্রীয় কৃষকলীগের সভাপতি সমির চন্দ ও সাধারণ সম্পাদক উম্মে কুলসূম স্মৃতি এমপির দিকনির্দেশনায় ময়মনসিংহ কৃষকলীগ মাসব্যাপী ধানকাটা কর্মসূচীর অংশ হিসাবে এ ধানকাটা কর্মসূচী শুরু করেছেন বলে জানান ময়মনসিংহ জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা বাবুল (ভিপি বাবুল)। এরই ধারাবাহিকতায় ময়মনসিংহ জেলা ও উপজেলা কৃষকলীগের নেতাকর্মীরা কাস্তে হাতে নিয়ে সকালে হাজির হয় ২নং গৌরীপুর ইউনিয়নের শালীহর গ্রামে। শালীহর ভূঁইয়াবাড়ির সামনে কৃষক মোঃ আনিছুজ্জামান ভূঁইয়ার ছিলো প্রায় ৮০শতক জমিতে পাকা ধান। শ্রমিক সংকটে কিছু অংশ গাছের পাতা পড়ে নষ্টও হয়ে গেছে। এরপর ময়মনসিংহ জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা বাবুলের (ভিপি বাবুল) নেতৃত্বে নেতাকর্মীরা কাস্তে হাতে নিয়ে কাটতে শুরু করেন সেই ধান ক্ষেত। প্রায় ৮০ শতক জমির ধান কেটে কৃষকের বাড়িতে পৌঁছে দেন তারা। জেলা কৃষকলীগের উদ্যোগে অংশগ্রহণকারী নেতাকমীদের (আঞ্চলিক ভাষায়) খই-খেলনা দিয়ে আপ্যায়িত করেন ওই কৃষক। ভিপি বাবুল বলেন, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার কৃষকবান্ধব সরকার। কৃষকলীগের উদ্যোগে জেলার প্রত্যেকটি উপজেলায় কৃষকের সমস্যা সমাধানের জন্য মনিটরিং টিম করা হয়েছে। পাকা ধান নষ্ট হতে দেয়া যাবে না। খবর পেলেই কৃষকলীগের নেতাকর্মীরা ছুটে যাবেন। তারই অংশ হিসাবে আজকে এ ধান কাটা হয়েছে। তিনি আরো বলেন, মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ’ সারের মূল্যহ্রাস এবং কৃষকদের মাঝে ভুর্তুকি মূল্যে কৃষি যন্ত্রপাতি প্রদান করায়। এবার ধানের বাম্পার ফলন হয়েছে। করোনা ভাইরাসের কারণে ফসলের যেন ক্ষতি না হয়, তার জন্য বিশেষ ব্যবস্থায় শ্রমিকদের যাতায়তের ব্যবস্থা কৃষকের শ্রমিক সংকট লাঘব করেছে। ধানকাটা কর্মসূচীতে অংশ নেন উপজেলা কৃষকলীগের সভাপতি আবুল হাসিম, সাধারণ সম্পাদক মো. মুনসুর আহাম্মদ মিলন। পৌর কৃষকলীগের আহ্বায়ক শাহজাহান, যুগ্ম আহ্বায়ক ফারুক আহাম্মদ, গৌরীপুর ইউনিয়নের সভাপতি মো. আনিছুর রহমান ভূঞা, সাধারণ সম্পাদক মো. ফেরদৌস মিয়া, অচিন্তপুরের সভাপতি মো. কামাল হোসেন লিটন, সাধারণ সম্পাদক মো. আমিনুল হক, সহনাটীর সভাপতি মো. গোলাম মেম্বার, সাধারণ সম্পাদক আব্দুল মান্নান, রামগোপালপুরের সভাপতি মো. আব্দুল করিম মেম্বার, সাধারণ সম্পাদক মো. সাইফুল ইসলাম, ডৌহাখলার সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, প্রমুখ। Share this:FacebookX Related posts: গৌরীপুরে কৃষক প্রশিক্ষণ গৌরীপুরে কৃষি প্রণোদনা পেলেন ২৩০ কৃষক গৌরীপুরে কাঁদামাটি মাড়িয়ে ধান কাটলো ছাত্রলীগের কর্মীরা গৌরীপুরে নেকব্লাস্ট ভাইরাসের আক্রমণে ধানে চিটা গৌরীপুরে ছাত্রলীগ নেতার নিজ ক্ষেতের ধান বিতরণ গৌরীপুরে কৃষকের পাশে একতা সংঘ গৌরীপুরে সরকারী গোদামে ধান বিক্রিতে কৃষকদের আগ্রহ কমছে গৌরীপুরে শাক-সবজির দাম বাড়ছে লাফিয়ে লাফিয়ে নিন্মবিত্ত-মধ্যবিত্তের নাভিশ্বাস! গৌরীপুরে ঘুরাঘুরি ও দোকান খোলা রাখায় ৫জনকে জরিমানা গৌরীপুরে বিয়ের প্রলোভনে এক সন্তানের জননীকে ধর্ষণ: ধর্ষক গ্রেফতার গৌরীপুরে দরিদ্রদের বিনামূল্যে চিকিৎসাসেবা দিচ্ছেন ডা.আমান গৌরীপুরে মাছের আরত ও চাষীপর্যায়ে মৎস্য মেলার উদ্বোধন SHARES Matched Content কৃষি বিষয়: কৃষকলীগেরকৃষকের ধান কাটলেনগৌরীপুরেনেতাকর্মীরা