নেত্রকোণায় চাঞ্চল্যকর নজরুল হত্যা মামলায় স্বামী-স্ত্রী আটক দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৬:৩১ অপরাহ্ণ, ডিসেম্বর ৩০, ২০২৩ নিজস্ব প্রতিবেদক : নেত্রকোণার পূর্বধলা থানাধীন বড়রিয়া এলাকায় পূর্ব বিরোধের জেরে চাঞ্চল্যকর ও আলোচিত ভিকটিম নজরুল ইসলাম (৫৭) হত্যা মামলার দুই আসামী স্বামী-স্ত্রীকে আটক করেছেন র্যাব-১৪, ময়মনসিংহ। শনিবার (৩০ ডিসেম্বর) ভোরে নেত্রকোনা জেলার সদর থানার ঠাকুরকোণা ইউনিয়নের তাতিয়র চরপাড়া এলাকা হতে অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, পূর্বধলা থানার বড়রিয়া গ্রামের সুলতান মিয়ার স্ত্রী আসমা খাতুন (৩৮) ও মৃত আফিল উদ্দিন এর পুত্র সুলতান মিয়া (৪৫) বাংলাদেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির ক্রান্তিলগ্নে “বাংলাদেশ আমার অহংকার” এই শ্লোগান নিয়ে জন্ম হয় র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) এর প্রতিষ্ঠালগ্ন থেকে র্যাব বাংলাদেশের মানুষের কাছে আস্থা ও বিশ্বাসের প্রতীক। বিভিন্ন ধরনের চাঞ্চল্যকর অপরাধের স্বরূপ উৎঘাটন করে অপরাধীদের আইনের আওতায় নিয়ে আসার কারণেই এই প্রতিষ্ঠান মানুষের কাছে আস্থা ও নিরাপত্তার অন্য নাম হিসেবে ব্যাপক গ্রহণযোগ্যতা লাভ করেছে। র্যাব তার প্রতিষ্ঠালগ্ন থেকে জঙ্গি ও সন্ত্রাস, মাদক, অস্ত্র, অপহরণ, মানব-পাচার, হত্যাসহ বিভিন্ন প্রকার অবৈধ কর্মকান্ডের বিরুদ্ধে আপোষহীন অবস্থানে থেকে নিরলসভাবে কাজ করে যাচ্ছে; যা দেশের সর্বস্তরের জনসাধারণ কর্তৃক ইতোমধ্যেই বিশেষভাবে প্রশংসিত হয়েছে। র্যাব-১৪ ময়মনসিংহ এর উপ-পরিচালক মোঃ আনোয়ার হোসেন প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, ভিকটিম নজরুল ইসলাম এবং বিবাদীগন সৎ ভাই ও ভাগিশরীক । ভিকটিম নজরুল ইসলাম(৫৭) এর সহিত দীর্ঘদিন যাবত বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ চলে আসছিল। ঘটনার এক মাস পূর্বে ভিকটিমের সহিত ঝগড়া বিবাদ হয়। উক্ত বিরোধ মিমাংসার লক্ষ্যে গত ২১ অক্টোবর স্থানীয় ভাবে সালিশের ব্যবস্থা করা হয়েছিল। উক্ত সালিশ দরবার শুরু হওয়ার পূর্বেই বিবাদীরা সংঘবদ্ধ হয়ে একে অপরের যোগসাজোসে পূর্ব পরিকল্পিত ভাবে বাঁশের লাটিসোটা ও মুগুর দিয়ে ভিকটিম নজরুল ইসলামকে মারপিট করে গুরুতর আহত করে। পরে গুরুতর আহত অবস্থায় ভিকটিম নজরুল ইসলাম(৫৭)‘কে স্থানীয় শ্যামগঞ্জ বাজারে একটি ক্লিনিকে নেওয়া হলে ভিকটিমের ইসিজি পরিক্ষা করিয়া মৃত ঘোষণা করা হয়। ভিকটিম নজরুল ইসলাম (৫৭)‘কে হত্যার ঘটনায় নেত্রকোণা জেলার পূর্বধলা থানা এলাকাসহ সারাদেশে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। এ ঘটনায় নিহতের ছেলে ২৪ অক্টোবর এজাহারনামীয় ৫ জন‘সহ অজ্ঞাতনামা আরো ৪/৫ জন‘কে আসামী করে নেত্রকোণা জেলার পূর্বধলা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। যাহার মামলা নং-৩১। উক্ত ঘটনার পর থেকে আসামীগণ নিজ বাড়ি ত্যাগ করে গা ঢাকা দিয়ে ছদ্মবেশে পলাতক ছিল। এরই প্রেক্ষিতে বিভিন্ন তথ্য উপাত্ত সংগ্রহ ও বিশ্লেষণের মাধ্যমে অধিনায়ক র্যাব-১৪, ময়মনসিংহ এর নির্দেশে র্যাব-১৪, সদর ব্যাটালিয়নের অপারেশনস্ অফিসার উপ-পরিচালক মোঃ আনোয়ার হোসেন এর নেতৃত্বে একটি আভিযানিক দল ইং ৩০ ডিসেম্বর ভোরে অভিযান পরিচালনা করে নেত্রকোনা জেলার সদর থানাধীন ঠাকুরকোণা ইউনিয়নের তাতিয়র চরপাড়া এলাকা হতে উক্ত মামলার আসামি পূর্বধলা থানার বড়রিয়া গ্রামের সুলতান মিয়ার স্ত্রী আসমা খাতুন (৩৮) ও মৃত আফিল উদ্দিন এর পুত্র সুলতান মিয়া (৪৫) কে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত আসামিদেরকে নেত্রকোণা জেলার পূর্বধলা থানায় হস্তান্তর করা হয়েছে। এ ধরনের অপরাধের বিরুদ্ধে ভবিষ্যতেও র্যাবের অভিযান অব্যাহত থাকবে। Share this:FacebookX Related posts: নেত্রকোণায় ৩৮২ বোতল ফেন্সিডিলসহ ২ মাদক কারবারি আটক ধোবাউড়ায় গাঁজাসহ যুবক আটক মুক্তাগাছায় সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার মুক্তাগাছায় ৩৮৫ বোতল ফেন্সিডিল উদ্ধার, দুই মাদক ব্যবসায়ী আটক ময়মনসিংহে টিসিবির বিপুল পরিমাণ পণ্য উদ্ধার আটক-১ ময়মনসিংহে নিষিদ্ধ ঘোষিত জেএমবি’র দুই সক্রিয় সদস্য আটক তারাকান্দায় ১ কেজি ৮০০ গ্রাম গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী আটক ঈশ্বরগঞ্জের চাঞ্চল্যকর পারভেজ হত্যার ক্লুলেস মামলার রহস্য উন্মোচন ৫ আসামী গ্রেফতার ময়মনসিংহে দেশীয় অস্ত্র ও বিদেশী পিস্তলসহ দুই অস্ত্রধারী গ্রেফতার দীর্ঘ ১৮ বছর পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত শীর্ষ মাদক ব্যবসায়ী সুমন গ্রেফতার চাকুরী দেওয়ার নামে প্রতারনা,গ্রেফতার ১ বারহাট্রায় স্কুলছাত্রী মুক্তি হত্যার প্রধান আসামী গ্রেপ্তার SHARES Matched Content অপরাধ বিষয়: চাঞ্চল্যকর নজরুলনেত্রকোণায়স্বামী-স্ত্রী আটকহত্যা মামলায়