ময়মনসিংহে নিষিদ্ধ ঘোষিত জেএমবি’র দুই সক্রিয় সদস্য আটক

প্রকাশিত: ১২:০৬ পূর্বাহ্ণ, আগস্ট ১, ২০২০
ময়মনসিংহে নিষিদ্ধ ঘোষিত জেএমবি’র দুই সক্রিয় সদস্য আটক

স্টাফ রিপোর্টার : ময়মনসিংহে র‌্যাব-১৪ এর ব্যাটালিয়ন সদর কর্তৃক এজাহারভূক্ত পলাতক দুই জন নিষিদ্ধ ঘোষিত জেএমবি (জামায়াতুল মুজাহিদীন বাংলাদেশ) এর সক্রিয় সদস্যকে আটক করা হয়েছে।

ময়মনসিংহ র‌্যাব-১৪ কর্তৃক প্রেরিত প্রেস বিজ্ঞপ্তিতে সিনিয়র সহকারি পুলিশ সুপার ও মিডিয়া অফিসার মোঃ তফিকুল আলম জানান, র‌্যাব-১৪ এর ব্যাটালিয়ন সদর এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন যে, ময়মনসিংহ জেলার মুক্তাগাছা থানার মামলা নং- ০২ তারিখ-০১/০৬/২০২০ খ্রিঃ ধারা-২০০৯ সালের সন্ত্রাস বিরোধী (সংশোধনী-২০১৩) আইন এর ৬(২) এর, (ঈ)/৭/৮/৯/১০/১১/১২/১৩ এর এজাহার নামীয় পলাতক আসামী মোঃ আনাম আলী(২৪) পিতা-মোঃ মোস্তফা সাং- মলাজানি, থানা- মুক্তাগাছা, জেলা- ময়মনসিংহ এবং ময়মনসিংহ জেলার মুক্তাগাছা থানার মামলা নং- ১১ তারিখ-১৩/০৭/২০২০ খ্রিঃ ধারা-২০০৯ সালের সন্ত্রাস বিরোধী আইন (সংশোধন-২০১৩) এর ৬(২) এর (ঈ)/ ৮/৯/১০/১১ এর এজাহার নামীয় পলাতাক আসামী মোঃ ইউসুফ আলী @ লাল চাঁন (৩৫), পিতা-মোসলেম উদ্দিন, সাং- মলাজানি, থানা- মুক্তাগাছা, জেলা- ময়মনসিংহ শহরের চরপাড়া এলাকায় আত্মগোপন করে আছে এবং গোপনে নাশকতার পরিকল্পনা করছে। উক্ত গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৪, ব্যাটালিয়ন সদর এর আভিযানিক দল অদ্য ৩১ জুলাই ২০২০ তারিখ বিকাল ১৭.০০ ঘটিকার সময় আসামীদ্বয়কে চরপাড়া এলাকা থেকে আটক করে।

গ্রেফতারকৃত আসামীদ্বয়কে প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও অনুসন্ধানে জানা যায় যে, দীর্ঘদিন যাবৎ তারা বিভিন্ন ইসলামি উগ্রবাদী বক্তার বয়ান শুনত এবং এইসব শুনে তারা উগ্রবাদের প্রতি উদ্ভুদ্ধ হয় ও জেএমবি এর সমর্থক এবং সক্রিয় সদস্য হয়ে উঠে। তারা একই চিন্তা-চেতনার অধিকারী হওয়ায় তাদের মধ্যে একে অপরের সাথে অল্প সময়ের মধ্যে সখ্যতা গড়ে উঠে এবং উগ্রবাদের প্রতি আকৃষ্ট হয়ে নাশকতার প্রতি উদ্ভুদ্ধ হয়।

উল্লেখিত আসামীদ্বয় নিজেদেরকে জেএমবি এর সক্রিয় সদস্য হিসাবে পরিচয় দেয়। তারা বিভিন্ন সময় অত্র এলাকায় জেএমবির নেতৃত্বদানকারী ব্যক্তির সহায়তায় নাশকতামূলক কর্মকান্ড বাস্তবায়নের প্রয়োজনীয় প্রশিক্ষণ গ্রহণ করে। আসামীদ্বয় নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠনের জন্য বিভিন্ন কৌশলে কাজ করত, তারা বিভিন্ন জায়গায় গোপনে বৈঠক করে উগ্রবাদী ও নাশকতামূলক তালিম প্রদান করত এবং সংগঠনের জন্য নিয়মিত চাঁদা (ইয়ানত) উত্তোলন করে তহবিল সংগ্রহ করতঃ সংগঠনে অর্থায়নপূর্বক সংগঠনকে সক্রিয় রাখতে উল্লেখযোগ্য ভূমিকা রাখত।

এছাড়াও উগ্রবাদ কায়েম করার লক্ষ্যে তারা দেশের বিভিন্ন অঞ্চলে নাশকতা করার পরিকল্পনা করছিল। উপরোক্ত গ্রেফতারকৃত আসামীদ্বয়কে ময়মনসিংহ জেলার মুক্তাগাছা থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন।