মাটিরাঙ্গায় মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসা শিক্ষকদের নতুন কারিকুলাম

প্রকাশিত: ৭:৪১ অপরাহ্ণ, জুলাই ১৫, ২০২৩

আব্দুর রহিম, খাগড়াছড়িঃ পার্বত্য খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলাধীন সকল মাধ্যমিক ও মাদ্রাসা শিক্ষকগণের সমন্বয়ে নতুন কারিকুলাম ২০২১ সম্পর্কে অবহিতকরণ ও শিক্ষার গুনগত মানোন্নয়নের বিষয় এক শিক্ষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

১৫ জুলাই শনিবার সকাল সাড়ে ১০টায় গোমতি বিরেন্দ্র কিশোর উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃ রফিকুল ইসলামের সঞ্চালনায়, মাটিরাঙ্গা উপজেলা অডিটোরিয়ামে, মাটিরাঙ্গা উপজেলা বে-সরকারি শিক্ষা প্রতিষ্ঠান প্রধান এসোসিয়েশনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, এসে এম মোসলেম উদ্দিন, জেলা শিক্ষা অফিসার খাগড়াছড়ি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কাজী মোঃ সলিম উল্লাহ, অধ্যক্ষ, মাটিরাঙ্গা ইসলামিয়া আলিম মাদ্রাসা, সহ- সভাপতি প্রশিএ মাটিরাঙ্গা। মোঃ সাইফুল ইসলাম, অধ্যক্ষ, তবলছড়ি ইসলামীয়া ফাজিল মাদ্রাসা, সহ-সভাপতি প্রশিএ মাটি রাঙ্গা। মোঃ রেজাউল করিম, প্রধান শিক্ষক(ভা.) তাইন্দং উচ্চ বিদ্যালয়, সাধারণ সম্পাদক, প্রশিএ মাটিরাঙ্গা।
মোঃ সফর আলী মনির, সিনিয়র শিক্ষক, খাগড়াছড়ি সরকারী উচ্চ বিদ্যালয়,

অনুষ্ঠানের সভাপতি, মোঃ আবুল হাসেম, প্রধান শিক্ষক মাটিরাঙ্গা বালিকা উচ্চ বিদ্যালয়, সভাপতি, প্রশিএ মাটি রাঙ্গা।

সভায় স্বাগত বক্তব্য রাখেন, কাজী মোঃ সলিম উল্লাহ, তিনি শিক্ষার বিভিন্ন স্তর নিয়ে ব্যাপক আলোচনা শেষে সরকার ঘোষিত নতুন কারিকুলাম ২০২১ সম্পর্কে শিক্ষদের করনীয় এবং এর স্বতস্ফূর্ত বাস্তবায়ের জোর দেন।

সভার প্রধান অতিথিসহ সকল বক্তা নতুন কারিকুলামের গুরুত্ব সম্পর্কে সকলকে অবহিত করে এ কারিকুলাম শতভাগ বাস্তবায়নের আহবান জানান।