চাঁদপুরে ‘নো হেলমেট নো ফুয়েল’ এর কার্যক্রম শুরু দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ১:২২ পূর্বাহ্ণ, মে ১৯, ২০২৪ অনলাইন ডেস্ক : সারাদেশের ন্যায় চাঁদপুরেও ‘নো হেলমেট নো ফুয়েল’ এর কার্যক্রম চালু হয়েছে। শনিবার (১৮ মে) বেলা ১১টায় শহরের বাস স্ট্যান্ড এলাকায় তিনদিন ব্যাপী এই অভিযানের উদ্বোধন করেন পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ সাইফুল ইসলাম। এসময় বাস স্ট্যান্ডে হেলমেট বিহীন মোটরসাইকেল চালকদের জরিমানা করা হয়। এছাড়াও পেট্রোল পাম্পগুলোতে সচেতনতামুলক লিফলেট ও স্টিকার সাঁটানো হয়। পাম্প কর্তৃপক্ষকে হেলমেট ছাড়া চালকদের জ্বালানি না দিতে কঠোর নির্দেশনা দেয়া হয়। এদিকে শহরের যানজট এড়াতে ট্রাফিক বিভাগে একটি রেকার সংযুক্ত করা হয়। জেলার হাজীগঞ্জ ও ফরিদগঞ্জ উপজেলাসহ প্রতিটি উপজেলার বিভিন্ন পয়েন্টে এই অভিযান চলছে বলে জানান পুলিশ সুপার। এসপি বলেন, সড়ক ও যোগাযোগ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী নির্দেশনা দিয়েছেন হেলমেট ছাড়া কাউকে ফুয়েল দেয়া যাবে না। সারাদেশেই কার্যক্রম চালু হয়েছে। চাঁদপুরেও পুলিশ একযোগে ৮ উপজেলায় এই কার্যক্রম পরিচালনা করছে। হেলমেট বিহীন যারা মোটরসাইকেল নিয়ে সড়কে বের হবে তাদেরকে ট্রাফিক আইনের আওতায় আনা হবে। চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) সুদীপ্ত রায়, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ইয়াসির আরাফাত, চাঁদপুর ট্রাফিক পুলিশ পরিদর্শক (প্রশাসন) মাহফুজুর রহমান, জেলা গোয়েন্দা পুলিশ (ভিবি) ওসি এনামুল হক চৌধুরীসহ পুলিশ কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন। Share this:FacebookX Related posts: চাঁদপুরে চাঁদাবাজি করতে গিয়ে ভুয়া সাংবাদিক আটক চাঁদপুরে ই-পাসপোর্ট কার্যক্রম উদ্বোধন চাঁদপুরে প্রায় অর্ধ শত গ্রামে ঈদ-উল ফিতর পালিত চাঁদপুরে পানিতে ডুবে ২ বোনের মৃত্যু হাটহাজারীতে দেশীয় অস্ত্রসহ কার্তুজ উদ্ধার চাটখিলে দুর্নীতি প্রতিরোধ কমিটি পরিচিতি সভা অনুষ্ঠিত আখাউড়ায় নিরাপদ সড়ক বিষয়ক আলোচনা সভা বেড়াতে এসে পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু চাটখিলে নৌকা মার্কায় ভোট চেয়ে জাহাঙ্গীর আলমের লিফলেট বিতরণ অনুমতি না পেয়ে নোয়াখালীতে জামায়াতের ঝটিকা মিছিল বিমান কর্মকর্তার বাড়িতে ডাকাতি ১ ডাকাত গ্রেফতার বেগমগঞ্জে টিটু বাহিনীর প্রধান গ্রেফতার SHARES Matched Content চট্টগ্রাম বিভাগ বিষয়: 'নো হেলমেটএর কার্যক্রম শুরুচাঁদপুরেনো ফুয়েল'