মিরসরাইয়ে নিখোঁজ যুবতির লাশ উদ্ধার দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৬:০২ অপরাহ্ণ, জানুয়ারি ৬, ২০২১ নিউজ ডেস্কঃ চট্টগ্রামের মিরসরাইয়ে রাবেয়া বেগম (২০) নামের নিখোঁজ এক যুবতির লাশ উদ্ধার করেছে পুলিশ। রাবেয়া উপজেলার খৈয়াছড়া ইউনিয়নের মসজিদিয়া গ্রামের মৃত আনোয়ার হোসেনের মেয়ে। গত ৩ জানুয়ারি রাত ৯ টায় প্রকৃতিক ডাকে সাড়া দিতে গিয়ে নিখোঁজ হয় তরুণী রাবেয়া বেগম (২০)। দুই দিন ধরে খুঁজে না পেয়ে ৫ জানুয়ারি বিকেলে থানায় নিখোঁজ ডায়েরি করেন বড় ভাই শাহাদাত হেসেন। ৬ জানুয়ারি সকাল ৯ টায় বাড়ির পুকুরে ভেসে উঠে তার লাশ। খবর পেয়ে পুলিশ ও ফায়ারসাভিস সদস্যরা তার লাশ উদ্ধার করে থানায় আনে। নিহত রাবেয়া বেগমের বড় ভাই শাহাদাত হোসেন বলেন, রবিবার রাতে প্রাকৃতিক ডাকে সাড়া দিতে গিয়ে আমার বোন নিখোঁজ হয়। খুঁজতে গিয়ে পুকুর পাড়ে তার পায়ের জুতা পাই আমরা। সোমবার থেকে সকল আত্মীয়ের বাড়ি খোঁজ করেও তাকে না পেয়ে সোমবার বিকেলে মিরসরাই থানায় একটি নিখোঁজ ডায়েরি করেছি। আজ সকাল বাড়ির পুকুরে তার মৃতদেহ ভাসতে দেখে পুলিশকে জানাই। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে। আমার বোন রাবেয়া বেগম সাঁতার জানতো না। এ বিষয়ে মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মজিবুর রহমান যায়যায়দিনকে জানান, মিরসরাই উপজেলার মসজিদিয়া গ্রাম থেকে নিখোঁজ হওয়া এক তরুণীর লাশ বাড়ির পুকুর থেকে উদ্ধার করা হয়েছে। এই মৃত্যুর ঘটনাটি আমরা গুরুত্ব দিয়ে তদন্ত করবো। এটি কি অপমৃত্যু না অন্য কিছু তা যাচাই করা হবে। এই মৃত্যুর ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা করেছে যুবতীর পরিবার। Share this:FacebookX Related posts: কুমিল্লা থেকে ৩৮২ পিস গ্যাস সিলিন্ডারসহ চুরি যাওয়া ট্রাক গৌরীপুরে উদ্ধার খাগড়াছড়ি সীমান্তে বস্তাভর্তি ১৪০ কচ্ছপ উদ্ধার নোয়াখালীতে ১২ মামলার আসামি বন্দুকযুদ্ধে নিহত লামায় বন্য হাতির আক্রমণে এক নারীর মৃত্যু মাটিরাঙ্গায় বন্দুকযুদ্ধে ইউপিডিএফ সন্ত্রাসী নিহত বান্দরবানে অবৈধ ৬ ইটভাটায় পরিবেশ অধিদপ্তরের অভিযান: ১৮ লাখ টাকা জরিমানা নবীনগরে পা কেটে উল্লাস আসামি ৮শ, গ্রেফতার ৪২ বিজিবির সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুই রোহিঙ্গা নিহত নোয়াখালী জেলা পুলিশের উদ্যোগে প্রধানমন্ত্রী জন্মদিন উদযাপন রোহিঙ্গা ক্যাম্পে দু’গ্রুপের সংঘর্ষ ও গোলাগুলি, আহত ১০ নবীনগরে মহিলার গলিত লাশ উদ্ধার নিখোঁজ যুবকের অর্ধগলিত লাশ নদী থেকে উদ্ধার SHARES Matched Content চট্টগ্রাম বিভাগ বিষয়: উদ্ধারমিরসরাইয়ে নিখোঁজযুবতির লাশ