মাটিরাঙ্গায় হত-দরিদ্র মানুষের মাঝে খাদ্য সহায়তা দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৮:৫৮ অপরাহ্ণ, জুন ১৬, ২০২০ আব্দুর রহিম, জেলা প্রতিনিধি খাগড়াছড়ি : পার্বত্য খাগড়াছড়ির মাটিরাঙ্গায় মহামারী করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে কর্মহীন হয়ে পড়া গৃহবন্ধী শ্রমজীবি, দু:স্থ্য ও হত-দরিদ্র মানুষের মাঝে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে খাদ্য সহায়তা প্রদানের অংশ হিসেবে দশম ধাপে মাটিরাঙ্গা সদর ইউনিয়ন পরিষদের দুর্গম হাজাপাড়া ও কাপপাড়ার শতাধিক পরিবারসহ, মোট চার শতাধিক পরিবারের মাঝে খাদ্য সামগ্রী প্রদান করেছে মাটিরাঙা সদর ইউনিয়ন পরিষদ। মঙ্গলবার (১৬ জুন) বেলা সাড়ে ১১টার সময় মাটিরাঙা ইউনিয়ন পরিষদের সামনে প্রধান অতিথি হিসেবে খাদ্য সহায়তা বিতরণ করেন মাটিরাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম। মাটিরাঙ্গা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিরনজয় ত্রিপুরার সভাপতিত্বে খাদ্য সহায়তা বিতরণকালে মাটিরাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সভাপতি এম হুমায়ুন মোরশেদ খান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। মাটিরাঙা সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক কোকোনাথ ত্রিপুরা, মাটিরাঙ্গা সদর ইউনিয়ন পরিষদের সদস্য দিপার মোহন ত্রিপুরা, চন্দ্র কিরণ ত্রিপুরা, মলেন্দ্র লাল ত্রিপুরা ও অমৃত কুমার ত্রিপুরা ছাড়াও স্থানীয় হেডম্যান কার্বারী ও গণ্যমান্য ব্যাক্তিবর্গ প্রমুখ উপস্থিত ছিলেন। বৈশ্বিক মহামারী করোনার মাননীয় প্রধানমন্ত্রী শুরু থেকেই কর্মহীন মানুষের ঘরে খাদ্য সহায়তা পৌছে দিতে কাজ করে যাচ্ছেন উল্লেখ করে মাটিরাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সভাপতি এম হুমায়ুন মোরশেদ খান বলেন, মহামারী প্রানঘাতি রূপ ধারন করেছে। করোনা ভাইরাস থেকে বাঁচতে সকলকে সচেতন থাকতে হবে। প্রদানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে আওয়ামী লীগ সাদারন মানুষের পাশে আছে এবং থাকবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে কাদ্য সহায়তা বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মাটিরাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম বলেন, একজন থেকে শুরু হয়ে করোনা মহামরী আজ বিশ্বব্যাপী ছড়িয়ে পড়েছে। খাদ্য সহায়তা প্রদানের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী জনগনের সাথে রয়েছেন Share this:FacebookX Related posts: বান্দরবানে অবৈধ ৬ ইটভাটায় পরিবেশ অধিদপ্তরের অভিযান: ১৮ লাখ টাকা জরিমানা কুমিল্লায় ‘বন্দুকযুদ্ধে’ ‘ডাকাত’ নিহত গৌরীপুরে অষ্ট্রেলিয়া প্রবাসী লাভলীর খাদ্য সহায়তা বর্ষার শুরুতেই কমলনগরে মেঘনার ভয়াবহ ভাঙ্গণ সোনারগাঁওয়ে অসহায় পরিবারে খাদ্য সহায়তা সুবর্ণচরে ব্ল্যাক বেঙ্গল ছাগলের প্রর্দশনী ও মেলা অনুষ্ঠিত হাটহাজারী স্বাস্থ্য কমপ্লেক্স সড়কের বেহাল দশা বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উপলক্ষে মহালছড়িতে বৃক্ষরোপণ মানিকছড়িতে আগুনে ইসকন মন্দির পুড়ে ছাই স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে আ’লীগ নেতা আটক পটিয়ায় রাস্তার গাছ অনুমতি ছাড়া কাটার অভিযোগ খানাখন্দে ভরা রায়পুর-বিরামপুর সড়ক, দুর্ভোগে ৫০ হাজার মানুষ SHARES Matched Content চট্টগ্রাম বিভাগ বিষয়: খাদ্য সহায়তামাটিরাঙ্গায়হত-দরিদ্র মানুষের মাঝে